আজ সালমান শাহ’র জন্মদিন….

প্রথম সেবা ডেস্ক॥জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ’র জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।১৯৯০ এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্টাইলিশ নায়ক বিবেচনা করা হয় তাকে। মৃত্যুর দেড়যুগ পরেও তিনি সমান জনপ্রিয়।তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান শাহ খুলনা বয়রা মডেল হাইস্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ঢাকায় চলে আসেন।১৯৮৭ সালে ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাস করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি থেকে স্নাতক পাস করেন।চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে সালমান শাহ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। আশির দশকের শেষ ভাগে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ ম্যাগাজিনের একটি পর্বে গানের মিউজিক ভিডিওতে সালমান শাহ মডেল হিসেবে অভিনয় করেন।১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী । তিনি মোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। নিজ বাসার সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *