আজ বাংলাদেশ বনাম হংকং..

প্রথম সেবা ডেস্ক॥ এশিয়ান গেমসে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এসেছে ঐতিহাসিক জয়।দ্বিতীয় ম্যাচে খেতে হয়েছে হোঁচট। উজবেকদের কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে। এরপরও শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের সামনে। হংকংকে হারাতে পারলেই অর্জিত হবে অনন্য সম্মান।ফিফা র‌্যাঙ্কিংয়েই হংকং- বাংলাদেশ দল প্রায় সমান উচ্চতায় অবস্থান করছে। তবে আগের লড়াইয়ের হিসেবে কিছুটা হুমকি আছে বাংলাদেশের সামনে।এ নিয়ে পঞ্চমবারের মতো ফুটবল মাঠে হংকংকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। আগের চারবারের লড়াইয়ে তিনবারই শেষ হাসি ছিলো হংকংয়ের। বাকি একটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। অর্থাৎ দলটির বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। সুতরাং সোমবারের ম্যাচটি হতে পারে ইতিহাস গড়ার উপলক্ষ্য। যদি মামুনরা ঠিকভাবে মোকাবেলা করতে পারেন।

এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছেন মামুনরা। নূন্যতম ব্যবধানের এই জয়ই গড়ে দিয়েছে ইতিহাস। কারণ সুদীর্ঘ ২৮ বছরের পথ পরিক্রমা শেষে এশিয়াডে জয়টি পেয়েছে বাংলাদেশ।প্রথম ম্যাচের ধারাবাহিকতা রক্ষা করে দ্বিতীয় ম্যাচটা আনন্দ দিতে পারেনি। তবে শক্তির বিচারে বেশিয়ে এগিয়ে থাকা উজবেবিকাস্তানের বিপক্ষে জয়টা সহজও ছিলো না। তারপরও কঠিন লড়াই-ই করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করায় ওই ম্যাচে আর ঘুরে দাঁড়ানো যায়নি।তবে তৃতীয় ম্যাচে পরিস্থিতি ভিন্ন। কারণ প্রতিপক্ষ হংকং পরিসংখ্যানে এগিয়ে থাকলেও শক্তি সামর্থ্যে খুব বেশি এগিয়ে নয়; এখানেই আশার আলো। কিছুটা পরিকল্পিত ও গোছালও ফুটবলই নতুন ইতিহাস গড়তে পারে। বাংলাদেশকে উঠিয়ে দিতে পারে মর্যাদাপূর্ণ শেষ ষোলোর লড়াইয়ে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *