চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে

 চা বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে চেক ডিজঅনারের উকিল নোটিশমাধবপুর প্রতিনিধি য় বাহুবল উপজেলার ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মাধবপুরের এক ব্যবসায়ী ৮৫ লক্ষ টাকার চেক ডিজঅনারের দায়ে উকিল নোটিশ দিয়েছেন। মাধবপুর বাজারের কাপড় ব্যবসায়ী দিলীপ কুমার রায় জানান, বাহুবল উপজেলার ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা সাত মসজিদ রোডের বাসিন্দা ব্যবসায়ী মাসুদ চৌধুরী ২০১২ সালে মালয়েশিয়ার অংশীদারিত্বের ভিত্তিতে হোটেল ব্যবসার কথা বলে ৮৫ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে ২০১৪ সালে পূবালী ব্যাংকের চেকের মাধ্যমে ১০ আগষ্ট ২০ লক্ষ, য় এরপর পৃষ্ঠা-৩ ১৫ আগষ্ট ২০ লক্ষ, ১৭ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার, ১৯ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার মোট ৮৫ লক্ষ টাকা ৪টি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যবসায়ী দিলীপ কুমার রায় মাধবপুর পূবালী ও আল আরাফাহ ব্যাংক শাখায় তার হিসাব নম্বরে জমা দিলে অপর্যাপ্ত তহবিল থাকায় এগুলো ডিজঅনার হয়। চেক ডিজঅনার হওয়ায় ব্যবসায়ী দিলীপ কুমার দায়ের নিযুক্ত উকিল সুবীর রায় ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালকের নামে উকিল নোটিশ প্রেরণ করেন। এখনো পর্যন্ত নোটিশের কোনো জবাব দেয়নি। এডভোকেট সুবীর রায় জানান, উকিল নোটিশের এক মাস অতিবাহিত হলে মাসুদ চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১৫ আগষ্ট ২০ লক্ষ, ১৭ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার, ১৯ আগষ্ট ২২ লক্ষ ৫০ হাজার মোট ৮৫ লক্ষ টাকা ৪টি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যবসায়ী দিলীপ কুমার রায় মাধবপুর পূবালী ও আল আরাফাহ ব্যাংক শাখায় তার হিসাব নম্বরে জমা দিলে অপর্যাপ্ত তহবিল থাকায় এগুলো ডিজঅনার হয়। চেক ডিজঅনার হওয়ায় ব্যবসায়ী দিলীপ কুমার দায়ের নিযুক্ত উকিল সুবীর রায় ইমাম চা বাগানের ব্যবস্থাপনা পরিচালকের নামে উকিল নোটিশ প্রেরণ করেন। এখনো পর্যন্ত নোটিশের কোনো জবাব দেয়নি। এডভোকেট সুবীর রায় জানান, উকিল নোটিশের এক মাস অতিবাহিত হলে মাসুদ চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *