কোন পথে রোমানা

বিনোদন মিডিয়ার পরিচিত প্রিয়মুখ অভিনেত্রী রোমানা। নিজ গুণেই ছোট ও বড় পর্দা- দুই অঙ্গনেই সমানভাবে নন্দিত। কঠোর পরিশ্রম, অভিনয় দক্ষতা এবং প্রাণবন্ত উপস্থাপন গুণ তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। স্কুলে পড়াকালীন একটি সাবানের বিজ্ঞাপন দিয়ে মিডিয়া অঙ্গনে অভিষেক হয়েছিল রোমানার। প্রথম বিজ্ঞাপনেই সবার নজর কাড়েন তিনি। এ সাফল্যের পর বেশ কয়েকটি বিজ্ঞাপনে দারুণভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি। কিন্তু সহজ মসৃণ মিডিয়ার চেনা পথ থেকে ধীরে ধীরে অচেনা পথের পথিক হয়েছেন তিনি। নাটক, সিনেমা- কোথাও তার উপস্থিতি এখন আর চেখে পড়ছে না। যেন মিডিয়াকে এড়িয়ে চলছেন এ অভিনেত্রী। মিডিয়াসংশ্লিষ্ট অনেকের মনেই নানা প্রশ্ন? রোমানা কি মিডিয়া ছেড়ে দিলেন? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শক-ভক্তের মাঝে। রুপালি জগতের অন্যতম জনপ্রিয় এ অভিনেত্রী এরই মধ্যে তার অভিনয় ক্যারিয়ারের ১৬ বছর অতিক্রম করেছেন। ছোট পর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ২০০৮ সালে পিএ কাজল পরিচালিত ‘এক টাকার বউ’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই তিনি দর্শকের নজর কাড়েন। এরপর শাহীন-সুমনের ‘বিয়ে বাড়ি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘প্রেমে পড়েছি’, জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘মা আমার চোখের মণি’র মতো ব্যবসা সফল ছবিতে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন। চলচ্চিত্রে অভিনয়ের শুরুর দিকে অনেকেই হতাশ করলেও পরিবারের সদস্যদের উৎসাহে তিনি এগিয়ে গেছেন। খুব অল্প সময়ে সফলও হয়েছেন। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিতে অভিনয়ের সুবাদে রোমানা ২০১০ সালে শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান হিরো শাকিব খান কিংবা ইমন, নিরব ও সম্রাটের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেও এখনও একক নায়িকা হিসেবে সফল হতে পারেননি গ্ল্যামারাস এ অভিনেত্রী। ছোট পর্দায় প্রায় এক দশক ধরে অভিনয় করেছেন শতাধিক নাটকে। অভিনয় ক্যারিয়ারের দুই যুগ অতিক্রম করলেও রুপালি পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা অর্ধযুগ। এ পর্যন্ত অভিনয় করেছেন প্রায় তিন ডজন চলচ্চিত্রে।

 

শোনা যাচ্ছে, রোমানা কিছু দিন ধরে আমেরিকায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে নতুন কোনো নাটক কিংবা ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি মিডিয়াকে এড়িয়ে চলছেন বলে অনেকের ধারণা। কারণ হিসেবে শোবিজ অঙ্গনের অনেকেই মনে করছেন, সিনেমায় এসে শুরু থেকেই মূল নায়িকা হওয়ার আফসোস বহন করতে হয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীকে। বর্তমানে একঝাঁক নতুন মুখ চলচ্চিত্রে আসায় পার্শ্বচরিত্রের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে সিনেমা থেকে দূরে রয়েছেন বলে সংশ্লিষ্টদের ধারণা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোমানা আর চলচ্চিত্রে কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ছোট পর্দায়ও খুব বেশি অভিনয় করবেন না। ভালো মানের দু-একটি নাটক-টেলিছবিতে নাকি বেছে বেছে অভিনয় করতে চান। কেউ কেউ বলছেন, মিডিয়া ক্যারিয়ারের ছন্দ পতনে রোমানার ব্যক্তি-জীবনে হতাশা নেমে এসেছে। আর এ থেকে মুক্তি পেতে আমেরিকায় গিয়ে নতুন কিছু করার চিন্তা করছেন। আবার অন্য একটি সূত্র মতে, তিনি অবকাশ যাপনে বিদেশে রয়েছেন। আসল ঘটনা যাই হোক, সবার প্রত্যাশা নাচ এবং গানেও পারদর্শী রোমানা আবারও সাবলীলভাবে মিডিয়ায় কাজ করবেন এবং জনপ্রিয়তার ধারাবাহিকতা বজায় রাখবেন।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *