‘ভারতের হয়ে খেলার সুযোগ আর পাবো না’

ক্যান্সার জয় করার পর আবার ক্রিকেটে ফিরে এসেছেন বেশ অনেক দিন হলো। দেশের জার্সিতে বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেললেও দর্শকদের কাছে সেই পুরনো যুবরাজ সিং কিন্তু মিসিং। যুবরাজ নিজেও তেমনটাই মনে করেন। তার মনে হচ্ছে, নিজের সেই সেরা ফর্মটা যেন আর তার নেই। বয়স বাড়তে থাকায় শরীরটাও আর তেমন ফিট নেই। নিজেকে প্রমাণ করারও হয়তো আর বেশি সুযোগ তিনি পাবেন না। তাই ভারতের হয়ে শেষ ম্যাচটাও হয়তো খেলা হয়ে গেছে তার। দোর্দণ্ড প্রতাপ সেই যুবি যেন এখন নিজেকে নিয়ে কেমন একটা নেগেটিভ চিন্তাভাবনায় ডুবে রয়েছেন। আর ৩ মাস পরই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে শুরু বিশ্বকাপ। সেখানে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন টিমের অন্যতম নায়ক বিশ্বকাপ দলেই নিজের সুযোগ পাওয়ার বিষয় ঘোরতর অনিশ্চিত।
যুবি নিজেই বলেছেন, আমি আর কোনো দিন ভারতের হয়ে খেলবো না, সেটা হয়তো হতেই পারে। এমনটা আমার ভাবনায় আছেও। কিন্তু এমনও তো হতে পারে যে, আবার জাতীয় দলে খেলতে পারবো। যত দিন আত্মবিশ্বাস আছে, তত দিন নিজেকে ঠেলে নিয়ে যাবো। দক্ষিণ আফ্রিকা সফরে ভালো খেলতে পারেননি এবং তারপর থেকেই ওয়ানডে টিমের বাইরে। আইপিএল সেভেনে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কয়েকটা ভালো পারফরমেন্স জাতীয় দলে ডাক পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। নিজের ভবিষ্যৎ নিয়ে তাই হয়তো অনিশ্চিত যুবরাজ। তিনি বলেন, জাতীয় দলে না খেলাটা সব সময়ই হতাশার। কিন্তু এটা তো মানতেই হবে যে, গত ২ বছরে আমি ধারাবাহিকতা দেখাতে পারিনি। দলে আমার জায়গা হবে কি না, সেটা তাই আমার হাতে নেই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *