কিংস কাপ শেখ জামালের

বছর প্রারম্ভে কলকাতার আইএফএ শিল্ড জেতা হয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ২০১৪’র শেষ ও ২০১৪-১৫ মৌসুম শুরু হলো বর্ণিল-আনন্দে। গতকাল থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভারতের পুনে ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে কিংস কাপ জিতল শেখ জামাল। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের নতুন মৌসুমের প্রস্তুতি হলো দুর্দান্ত। শেখ জামাল এর আগে প্রিমিয়ার লিগে আবির্ভাব মৌসুমে (২০১০-১১) নেপালের পোখারা শাফল কাপ জিতেছিল।

গ্রুপ পর্বে পুনে ৪ ম্যাচ জিতলেও শেখ জামালের ড্র রয়েছে একটা। দ্রুক ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে সূচনার পর থাইল্যান্ডের নাখন রাচাসিমা নেতিবাচক ফুটবলে ভালো খেলেও গোলশূন্য ড্র। দুই বাংলার মর্যাদার ম্যাচে কলকাতা মোহনবাগানকে ৫-৩ গোলে হারায় জামাল। সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ল্যান্ডিংয়ের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপালের মানাং মারসিয়ান্দি ক্লাবকে (২-১) বিদায়ের পর ফাইনালে পুনেকে লজ্জার হার দিল শেখ জামাল। টানা দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনালে হারল ২০০৭ সালে গঠিত মহারাষ্ট্রভিত্তিক দলটি। ৮ নভেম্বর ডুরান্ড কাপের ফাইনালে ১-০ গোলে সালগাওকর ক্লাবের কাছে হারে তারা।

শেখ জামালের কিংস কাপ জয়ে বাংলাদেশের ফুটবলের বড় একটা বিজ্ঞাপন হলো। আইএফএ শিল্ডের পর কিংস কাপেও ভারতীয় ক্লাবগুলো জানল, গত মৌসুমে ডাবলজয়ীরা এবারও সেরা দল হতে যাচ্ছে। শেখ জামালের মতো আই লিগের দল পুনে এফসিও পেশাদার। পেশাদারিত্বেও ভারতের দলটি বেশ এগিয়ে। কিংস কাপ ফাইনালে পারফরম্যান্সেও বেশ এগিয়ে ছিল তারা। কিন্তু দিন শেষে হাসি শেখ জামালের। প্রতিপক্ষের চাপে ভেঙে পড়েনি রায়হান-ইয়ামিন-নাসির-ইয়াসিনের গড়া রক্ষণ দেয়াল। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া-রাজু ছিলেন ঠিক উপরে। সোহেল রানার স্থানে মধ্যমাঠে খেলেছেন শাখাওয়াত রনি। আক্রমণে বিদেশিত্রয়ী এমেকা-ল্যান্ডিং-ওয়েডসন। জ্বর নিয়েও দুর্দান্ত খেলেছেন নাইজেরিয়ান এমেকা ডারলিংটন।

২৫ মিনিটে ওয়েডসনের কর্নারের বল মাথা ছুঁইয়ে শেখ জামালকে এগিয়ে দেন ইয়াসিন খান। গোলটা ধরে রাখতে তো শেষ ৬৫ মিনিটের আপ্রাণ যুদ্ধ। সেখানে ডিফেন্ডিং মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে মার্কিংঅর্ডার পেতে হয়েছে। এমেকা ও ওয়েডসন পর্যন্ত প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে রক্ষণকে সহযোগিতা করেছেন। তারপরও সফল তারা। এর ফলে কিংস কাপ নিয়ে দেশে ফিরতে পারছে ধানমন্ডির ক্লাবটি। তবে ৪১ মিনিটে গোলের খুব কাছে গিয়ে হাইতিয়ান ওয়েডসন স্বার্থপর না হলে দল হয়তো এতটা চাপে পড়ত না কিংবা এমেকার হেড ও ল্যান্ডিংয়ের শট লক্ষ্যভ্রষ্ট না হলেও তো ম্যাচের চিত্রনাট্য এভাবে লিখতে হয় না।

হয়নি বলে দ্বিতীয়ার্ধের শুরু থেকে দ্রুত আক্রমণে যায় গোলশোধে মরিয়া করিম বেঞ্চারিফার শিষ্যরা। ৫২, ৬০ ও ৬৭ মিনিটে সমতা আনার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি গত মৌসুমে আই লিগে সপ্তম দলটি। ৩১ মিনিটে গোলরক্ষক হিমেলের ভুলে বিপদজ্জনক পরিস্থিতি তৈরি হলেও দলকে রক্ষা করেন ডিফেন্ডার রায়হান। আবার দুইবার দলকে নিশ্চিত বিপদমুক্ত করে ভুলের প্রতিদান যেন দিয়েছেন হিমেল। শেষ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ডেনমার্ক প্রবাসী জামাল অখুশি নন; বরং তৃপ্তি খুঁজলেন, ‘লাল কার্ডে দলের ওপর চাপ পড়ে। কিন্তু শেষ মুহূর্তে দলকে বিপদ থেকে রক্ষা করতে পারাও খারাপ নয়।’ টানা তিন ম্যাচে লাল কার্ড পেলেন শেখ জামালের ফুটবলাররা। গত দুই ম্যাচে লাল কার্ড দর্শনধারী ওয়েডসন ও সোহেল রানা। ফাইনালে মাঠে নামার আগে ড্রেসিংরুমে ১০ হাজার ডলার বোনাস দেন ক্লাব সভাপতি মনজুর কাদের। ঘোষণা দেন, চ্যাম্পিয়ন হলে পরিমাণ আরও বাড়বে। তাতে তো ফুটবলারদের উজ্জীবিত থাকার-ই কথা; ছিলেনও।

রীতিমতো সফল কোচ মারুফুল হক। ২০০৮ সালে দায়িত্ব নিয়ে সুপার কাপ জেতায় মোহামেডানকে, প্রিমিয়ার লিগে রানার্সআপ। মুক্তিযোদ্ধায় লিগ রানার্সআপ। ২০১২-১৩ মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের ট্রেবলজয়ী কোচ। আর শেখ জামালের হয়ে নতুন মৌসুমের শুরুটা কিংস কাপ দিয়ে। গতকাল তিনি জানান, ‘প্রথমার্ধে লক্ষ্য ছিল গোল বের করা। সফল হওয়ায় দ্বিতীয়ার্ধে কৌশলে পরিবর্তন করা হয়েছে। নির্দেশনা ছিল_ গোলটা ধরে রাখা। তাতে তারা আক্রমণ উঠলেও আমরা সফল হয়েছি।’ কোচের দৃষ্টিতে ওয়েডসন, এমেকারও গোল পাওয়া উচিত ছিল। তার পরও এক গোলের জয়ে কিংস কাপ জেতায় উচ্ছ্বসিত দেশের আধুনিক ঘরানার এ কোচ।

শেখ জামাল দল : হিমেল, রায়হান, ইয়াসিন, ইয়ামিন, নাসির, জামাল, রাজু, রনি, এমেকা, ল্যান্ডিং ও ওয়েডসন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *