বিগ ব্যাশ খেলবেন সাকিব

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলেছেন। আজ ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক। বিদেশি লিগ খেলার দ্বারও উন্মোচন হতে যাচ্ছে শিগগিরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, সাকিবকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলার অনুমতি দিতে যাচ্ছেন তারা। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পেলেও সাকিবের বিদেশি লিগ খেলার ওপর ১৮ মাসের নিষেধাজ্ঞা রেখে দিয়েছিল বিসিবি। জিম্বাবুয়ে সিরিজে সাকিবের পারফরম্যান্স এবং আচরণে মুগ্ধ হয়ে বিদেশি লিগ খেলার ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাপন।

সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে গতকাল। এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি। পাপন জানান, ৪ ডিসেম্বর বিদেশ থেকে ফিরেই ঘোষণাটা দেবেন তিনি_ ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে, তার বিগ ব্যাশ দু-চার দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এর মধ্যে না হলে সে দল পাবে না। কালকের মধ্যেই সবার স্বাক্ষর নেয়া হয়ে যাবে। আমরা মৌখিক সমর্থন পেয়ে গেছি। কিছু বাকি আছে। সেটা হয়ে গেলে পরশুদিন আমি বিমানবন্দরে আনুষ্ঠানিক ঘোষণা করব। যদি আমার একক সিদ্ধান্তে হতো, আমি বলে দিতাম খেলতে পারবে। কিন্তু সিদ্ধান্তটা যেহেতু বোর্ডে হয়েছে, সেহেতু একেবারে লিখিত সম্মতি বা মৌখিক সম্মতি ছাড়া সেটা করতে চাচ্ছি না। আশা করি, কালকের মধ্যে পেয়ে যাব।’ চলতি বছর জানুয়ারিতে অ্যাডিলেড স্টাইকার্সে খেলেছেন সাকিব। জন বোথা আঙুলে চোট পাওয়ায় বদলি হিসেবে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পান। এবারও বদলি হিসেবেই খেলতে হবে বলে জানান সাকিব। গতকাল তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ‘যেহেতু শেষ সময় তাই আগে থেকে কোনো দল ঠিক হয়নি। কারও বদলি হিসেবে খেলার সম্ভাবনাই বেশি। তার আগে বোর্ডের সিদ্ধান্ত আগে পাই। বিদেশি লিগ খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরই না অগ্রসর হতে পারি।’ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ জুলাই বিসিবি পরিচালনা পর্ষদ সাকিবকে সব ধরনের ক্রিকেটে ৬ মাস আর বিদেশি লিগ খেলার ওপর দেড় বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *