বই উৎসব: সিলেটে সোয়া কোটি পাঠ্যপুস্তক বিতরণ

সিলেট বিভাগে একযোগে ১ কোট ২৪ লাখ ৩৩ হাজার ১২৪টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগে প্রতিটি স্কুলে বই বিতরণ করা হয়। শিশুরা হাতে বই পেয়ে আনন্দে মেতে উঠে। সকাল ১০টায় নগরীর অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্ত। বিশেষ অতিথি ছিলেন- সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেন, বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিগত ৫ বছর থেকে বছরের প্রথমদিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে সরকার। এই উদ্যোগ সারাবিশ্বে প্রসংশিত হয়েছে। সরকার চায় সবার জন্য শিক্ষা। যাতে কোন শিক্ষার্থী ঝরে না পড়ে। এই জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *