নয়াপল্টনে ‘৯০ এর নূর হোসেন’

গণঅভ্যুত্থানের প্রতীক নূর হোসেনের বেশভূষায় কোমরে সাদা শার্ট বাঁধা খালি গায়ের ওই যুবকের বুকে লেখা ছিলো ‘ স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে ছিলো ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান।
ঘটনাস্থলে উপস্থিত শীর্ষ নিউজের রাজনৈতিক প্রতিবেদক জাহাঙ্গীর আলম আনসারী জানান, সকাল সোয়া নয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের একটি গলি থেকে ২৮ বছর বয়সী যুবক দেলোয়ার প্রধান সড়কে বেরিয়ে আসেন। এ সময় তার বুকে ও পিঠে সাদা কালি দিয়ে ‘স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লেখা ছিলো। তার হাতে একটি পোস্টার ছিলো। কোমড়ে বাঁধা ছিলো সাদা শার্ট। তবে পোস্টারে কি লেখা পুলিশ যুবককে আটক করায় তা জানা যায়নি।
নয়াপল্টন থানা পুলিশ জানিয়েছে, ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। সে কিছুটা খুঁড়িয়ে হাটে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *