হাঁফ ছাড়লো বার্সা-মেসি

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গত দুই বছরে টানা ৭ ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়ছিল এফসি বার্সেলোনা। তবে এবার তারা পেলো টানা দ্বিতীয় জয়। সামপ্রতিক ফুটবলে কোচ দিয়েগো সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদ দল জমাট ডিফেন্স নিয়ে চোখ কাড়েন বোদ্ধাদেরও। বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ লড়াইয়েও ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত দুর্ভেদ্য থাকে অ্যাটলেটিকোর রক্ষণ প্রাচীর। তবে এফসি বার্সেলোনা দলের সাফল্যে ভক্তরা আরও একবার দেখলেন রেকর্ড চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির পরশ। আর ভাগ্যের পরশ দেখলেন লিওনেল মেসি নিজেও। বুধবার স্প্যানিশ কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয় পেল এফসি বার্সেলানা। খেলা শেষের পাঁচ মিনিট আগে বার্সেলোনার জয় সূচক গোলটি আদায় করেন লিওনেল মেসি। ডি বক্সে বার্সা তারকা সার্জিও বুসকেটসকে অ্যাটলেটিকোর স্প্যানিয়ার্ড ডিফেন্ডার হুয়ানফ্রানের ফাউলের দায়ে পেনাল্টি পায় বার্সেলোনা। এতে মেসির পেনাল্টি কিক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন আ্যটলেটিকোর স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান ওব্লাক। তবে ফিরতি বলে আলতো টোকায় গোল আদায় করেন মেসি নিজেই। চলতি মওসুম এটি লিওনেল মেসির ২৯তম গোল। স্প্যানিশ লা লিগায় দু’ সপ্তাহ আগে শিরোপাধারী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় রানার্সআপ বার্সেলোনা। এফসি বার্সেলোনার বিপক্ষে ক্যারিয়ারে ১২ ম্যাচে ৮ গোল ফার্নান্দো তোরেসের। আর সদ্য ইতালির এসি মিলান থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে টাটকা ফর্ম দেখাচ্ছেন এ স্প্যানিয়ার্ড স্ট্রাইকার। কিংস কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বিপক্ষে জোড়া গোল পান ফার্নান্দো তোরেস। তবে রোববার তোরেসের অভিজ্ঞতা হতাশারই। শুরুর একাদশে সুযোগ নিয়েও নিষ্প্রভ থাকেন তোরেস আর শোনেন প্রতিপক্ষ গ্যালারির দুয়োধ্বনি। এতে প্রথমার্ধ শেষে তোরেসের বদলে ক্রোয়াট স্ট্রাইকার মারিও মানজুকিচকে সুযোগ দেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনি। বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে এ ম্যাচে  রেফারির সিদ্ধান্তে বার্সা খেলোয়াড়রা দ্বিমত দেখাচ্ছিলেন ঘনঘন। এতে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন বার্সার আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো ও উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে ম্যাচ শেষে বার্সা কোচ লুইস এনরিকে বলেন, আমার খেলোয়াড়রা প্রত্যেকেই সুশিক্ষিত। অন্য দলগুলোর তুলনায় দেখবেন,  বার্সেলোনা খেলোয়াড়রা মাঠে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ কমই করে। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে কালদেরন মাঠে এ ম্যাচ আগামী ২৮শে জানুয়ারি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *