১৬ বছর বয়সেই বেতন সপ্তাহে কোটি টাকা

তার বয়স মাত্র ষোলো। কিন্তু কিশোর বয়সেই বিশ্ব ফুটবলের বাঘা ক্লাবগুলোর নজর টানেন মার্টিন ওডেগার্ডো। আর বড় অঙ্কের অর্থ ব্যয়ে এ নরওয়েজিয়ান ফুটবলারকে দলে টানলো রিয়াল মাদ্রিদ। নরওয়ের ক্লাব স্ট্রমসগডসেট থেকে মার্টিন ওডেগার্ডকে মাদ্রিদে উড়িয়ে নিতে রিয়ালের খরচ পড়লো প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড। আর মাদ্রিদে এ কিশোর ফুটবলার সপ্তাহে বেতন তুলবেন ৮০০০০ পাউন্ড। মাদ্রিদে রিয়ালের অনুশীলন মাঠে ওডেগার্ডকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেয়া হবে আজ। এখানে কোচ জিনেদিন জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ বি’ দলে অভিষেক হচ্ছে এ তরুণ ফুটবলারের। মাত্র ১৫ বছর বয়সে নরওয়ের শীর্ষ ক্লাব স্ট্রমসগডসেটের হয়ে পেশাদার ফুটবলে পা পড়ে মার্টিন ওডেগার্ডের। নরওয়ে ফুটবল দলের জার্সি গায়ে কনিষ্ঠ ফুটবলারের মর্যাদাও তার। গত বছর আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে নরওয়ের জার্সি গায়ে তার অভিষেক ১৫ বছর ২৫৩ দিন বয়সে। এতে ওডেগার্ড ভেঙে দেন নরওয়ের কনিষ্ঠ ফুটবলারের শতবছরের পুরনো রেকর্ড। মার্টিন ওডেগার্ডের দিকে নজর ছিল বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো জায়ান্ট ক্লাবগুলোর। জাতীয় দলের জার্সি গায়ে ইতিমধ্যে তিন ম্যাচ খেলে নিয়েছেন মার্টিন ওডেগার্ড। আর স্ট্রমসগডসেট দলের হয়ে গত মওসুম ওডেগার্ড খেলেন ২৪ ম্যাচ। এতে তার ৫ গোল। বাঁ-পায়ের এ কিশোর নরওয়েজিয়ান প্লে-মেকার ইতিমধ্যেই শুনছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির সঙ্গে তুলনা। আর ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ওডেগার্ডের মাঝে দেখছেন নিজের আগামী দিনের ছবি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *