বানিয়াচঙ্গে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা ॥ শালিশ বৈঠকে দু’লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: বানিয়াচঙ্গ উপজেলার দক্ষিণাঞ্চলে একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শেখ সামছুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টাকারী লম্পটদের দুই লাখ টাকা জরিমানা ও জুতামালা গলায় দিয়ে জনসস্মুখে ক্ষমা প্রার্থনা করে ঘটনা নিস্পত্তি করা হয়েছে। সেই সাথে সিএনজি অটোরিক্সা সমিতির পক্ষ থেকে দুঃখ ও ক্ষমা প্রার্থনা এবং ভাড়া নির্ধারণ করে এলাকাবাসী ও শ্রমিকদের বিরোধ নিস্পত্তি করা হয়েছে। ৩১ জানুয়ারী শনিবার দুপুরে উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে ও মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার এর পরিচালনায় অনুষ্ঠিত শালিস বৈঠকে এসব রায় প্রদান করা হয়। শালিস বৈঠকে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, দক্ষিণ বানিয়াচঙ্গের ৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ হাজার হাজার ক্ষুব্ধ জনতা উপস্থিত ছিলেন। বৈঠক শুরুতে জনস্মুখে ঘটনার নায়ক লম্পট সিএনজি অটো রিক্সা চালক মোজাফফর ও তার সহযোগি জিলাই মিয়া সহ নির্যাতিতা ছাত্রীকে উপস্থিত করানো হয়। এক পর্যায়ে সুজাতপুর ইউ.পি চেয়ারম্যান এনাম খাঁন চৌধুরী ফরিদ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ও আছকির মিয়া সামদু, সাদিকুর রহমান এর নেতৃত্বে এক বোর্ড গঠন করে এবং তাদের প্রস্তাব অনুযায়ী লম্পটদের দুই লাখ জরিমানা ও জুতা মালা গলায় দিয়ে জনসম্মুখে ঘুরে ক্ষমা চাওয়ানো হয়। ভবিষ্যতে নির্যাতিত মেয়েটির নিরাপত্তার জন্য অর্ধ লক্ষ টাকা মুছলেকার নির্দেশ দেয়া হয়। শালিস বৈঠকের ২য় পর্বে উমেদনগরস্থ স্ট্যান্ডে সিএনজি অটোরিক্সা চালক ও শ্রমিকরা দ্বারা উত্তর গ্রামের লোকজন আটকের ঘটনায় সিএনজি অটো রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে জেলা সিএনজি অটো রিক্সা মালিক সমিতির সহ-সভাপতি কাউস্নিলর আবুল হাসিম দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন। সভায় ইকরাম থেকে উমেদনগরস্থ স্ট্যান্ড পর্যন্ত সিএনজি অটোরিক্সা ভাড়া ৩০ টাকা ও উত্তর সাঙ্গর ২৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ওই এলাকার কোন ছেলে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের সাথে রাস্তায় কথা বললে ৫ হাজার টাকা জরিমানা ও স্ট্যান্ড এলাকায় ভবিষ্যতে কোন সাধারণ যাত্রীদের আটক করে নির্যাতন করলে তাদের ২৫ হাজার টাকা মুছলেখার  রায় ঘোষনা করেন শালিস বৈঠকের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া। বৈঠকে বক্তব্য রাখেন ড. মোঃ শাহনেওয়াজ, কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ সামছুল হক, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলী মমিন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান এনাম খাঁন চৌধুরী ফরিদ, রফিকুল ইসলাম পাশা, সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, আকাদ্দছ হোসেন তালুকদার, জেলা জাপা নেতা জালাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ মিয়া, হবিগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আবুল হাসিম, জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সম্পাদক রফিকুল ইসলাম, খায়রুল বক্স, শাহাব উদ্দিন, সফর আলী, আঃ রউফ, সামছুল হক তালুকদার, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, বিশিষ্ট মুরুব্বী ইদ্রিছ মিয়া, আব্দাল খাঁন চৌধুরী, আলা উদ্দিন সর্দার, নুর মিয়া তালুকদার, হরবল্লব চৌধুরী, সাদেক মিয়া, আব্দুর রব, সিরাজ উদ্দিন, আব্দুল হাকিম ফুল মিয়া, এইচ এম জাহির, নুরুল হুদা, আব্দুল আউয়াল মেম্বার,  ফারুক হুসাইন বেলু, তারা মিয়া মেম্বার, আরজু মিয়া আনসারী, কাজী মোক্তার হোসেন, মতি মিয়া মেম্বার, আঞ্জব আলী মেম্বার, আব্দুর রহমান মেম্বার, আব্দর রউফ মেম্বার, হান্নান মেম্বার, মোতাব্বির মিয়া, সবুর মেম্বার, অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন, সাবেক মেম্বার ইলিয়াছ মিয়া, আব্দুল মিয়া, আব্দুল জলিল, কাজী মোস্তাক আহমেদ, হাজী রুসমত আলী প্রমুখ। শালিশের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন শেখ সামছুল হক কলেজের জিবি বোর্ডের সদস্য সামছুল হক তালুকদার। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারী সন্ধ্যায় হবিগঞ্জ শহরের থেকে প্রাইভেট পড়া শেষে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ী ফেরার পথে উত্তর সাঙ্গর গ্রামের শেখ সামছুল হক কলেজের এক ছাত্রীকে ইকরাম গ্রামের সিএনজি অটোরিক্সা চালক মোজাফফর ও যাত্রী বেশে থাকা জিলাই মিয়া যৌন হয়রানির চেষ্টা চালায়। এসময় ছাত্রীটি লাফ দিয়ে পড়ে আত্মরক্ষা করে। পবরর্তীতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী তীব্র আন্দোলন গড়ে তুললে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া বিষয়টির শালিসের উদ্যোগ নেয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *