সাতছড়ি উদ্যানে তক্ষক অবমুক্ত

মোঃ শিফন খান॥  চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে দুটি তক্ষক অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদ ও সিএমসির সহ-সভাপতি আবুল কালাম আজাদ তক্ষক দুটি অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা মাসুদ মোস্তফা, ক্রেল প্রকল্পের কর্মকর্তা আবু হানিফা মেহেদী, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, উদ্যানের একাউন্টস অফিসার জসিম উদ্দিন, আবুল হোসেন, তুহিন মিয়া, জয়নাল মিয়া, বুলবুল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার তক্ষক দুটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে থানা পুলিশ আটক করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদকে বুঝিয়ে দেন।

একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র গত কয়েক বছর ধরে এ অঞ্চল থেকে তক্ষক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। তক্ষক কোটি টাকা বিক্রি হচ্ছে বলে নানা গুঞ্জন রয়েছে। তবে এসব তক্ষক নিয়ে কি কাজ করা হয় বা কি কাজে ব্যবহৃত হয় তা জানা না গেলেও চুনারুঘাটসহ সিলেটের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ পাচারকারী চক্র তক্ষক সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় এসব তক্ষক ধরা পড়ছে। সম্প্রতি সাতছড়ি জাতীয় উদ্যানে এধরণের বেশ কয়েকটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। যা বিভিন্ন স্থানে পাচারকারীদের কাছ থেকে আটক করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *