সৌদি প্রবাসীদের ফ্যামিলি ভিসার আবেদন অনলাইনে

সৌদি আরব প্রতিনধি: সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা পারিবারিক ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর ফলে অভিবাসীদের জন্য তাদের স্ত্রী ও অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততির ভিসা পাওয়া অনেকটাই সহজ হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স এবং স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ অনলাইনের এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল হাম্মাদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ সালেম উপস্থিত ছিলেন।

অভিবাসী বিষয়ক সংস্থার মহা পরিচালক সালমান আল শোহিওয়াইন বলেন, এর মাধ্যমে কাগজপত্র সংক্রান্ত সমস্যাগুলি কমে আসবে এবং অভিবাসীদের আর মন্ত্রণালয়ের কার্যালয়ে আসার প্রয়োজন পড়বে না।

অভিবাসীরা www.moi.gov.sa ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। সাইটে ইংরেজি ও আরবি ভাষায় নির্দেশনা দেওয়া আছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আইয়ুব বাংলানিউজকে বলেন, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে ফ্যামিলি ভিসার আবেদন নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেছে বলে জেনেছি, তবে আমাদের অফিসিয়ালি কোনো কিছু এখনও জানানো হয়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *