আজ-কাল হরতাল নেই, অবরোধ আছে

টানা হরতালের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবারকে হরতালের আওতামুক্ত রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবশ্য হরতাল না থাকলেও বিরোধী জোটের টানা অবরোধ কর্মসূচি আছে এবং চলছেই।

তবে শনিবারের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে ফের হরতাল সহ ‍আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে তারা।

এ পরিস্থিতিতে টানা হরতালের পর হরতালমুক্ত একটি দিন পাওয়ার স্বস্তির সঙ্গে রোববার থেকে নতুন করে হরতাল শুরুর শঙ্কার মধ্য দিয়ে পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিনকে স্বাগত জানাচ্ছে দেশবাসী।

পূর্ব ঘোষিত সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া। এর মাঝে মাঝে দেয়া হয় হরতালের কর্মসূচি। তবে গত দুই সপ্তাহে সরকারি ছুটির দিন ছাড়া সব কার্যদিবসেই হরতাল ডাকে বিরোধী জোট। এ পরিস্থিতিতে রোববার থেকে ফের হরতালের হুমকি দেয়ায় দেশবাসী নতুন করে শঙ্কিত।

বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে দাবি না মানা হলে রোববার থেকে হরতাল সহ আরও কঠোর কর্মসূচির হুমকি দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *