হবিগঞ্জে বসন্তবরণ ও ঘুড়ি উৎসব

 মোঃ শিফন খান :হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় এর ২০০৬ ব্যাচ দ্বারা পরিচালিত মানবসেবামূলক সংস্থা “দুই শূন্য শূন্য ছয় পরিবার” কর্তৃক বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ই ফেব্র“য়ারী) দিনব্যাপী সরকারী স্টাফ কোয়ার্টার মাঠে বসন্ত বরণ, ঘুড়ি ও পিঠা উৎসবের সমাপনীতে বিকালে নীল আকাশের স্বপ্ন ছোড়ে, আনব ফাল্গুন নাটাই ধরে…… শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌধুরী নিহাদ ইশতিয়াক।

প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রউফ, সরকারী বৃন্দাবন কলেজ অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গাফফার।

বন্ধুত্বে আর মানবতায় “দুই শূন্য শূন্য ছয় পরিবার” আয়োজিত ও খয়রুল আলম শুভ পরিচালনায় সভায় বক্তৃতা করেন- এডভোকেট আকবর হোসেন জিতু পিপি, প্রবাসী ডঃ মোহাম্মদ শাহ নেওয়াজ, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক খোয়াই সম্পাদক মোঃ শামীম আহছান, ডাঃ ইশতিয়াক রাজ, সাবেক কমিশনার মিজানুর রহমান, কবি প্রাবন্ধিক এম,এ রব, সাংবাদিক বাদল রায় প্রমুখ।

সভায় হবিগঞ্জ লাখাই নির্বাচনী সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আবু জাহির “দুই শূন্য শূন্য ছয় পরিবার” পরিচালিত ছিন্নমুল পরিবারের শিশু স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক প্রদানের জন্য অর্ধ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *