কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ক্রেস্ট ও সনদ প্রদান

খন্দকার আলাউদ্দিন- চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১শ’ ৫৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় উপজেলা রীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম ট্রাস্টের প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব গাজীউর রহমান গাজীর উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করেন ও শিক্ষার্থী হাতে ক্রেস্ট তোলে দেন। এতে প্রধান অতিথি ছিলেন-উপ-সচিব ও ভারপ্রাপ্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ। উপাধক্ষ মোঃ মোজাম্মেল হক তালুকাদারের সভাপতিত্বে ও ট্রাস্টের মহা সচিব ডাঃ মুসলিম উদ্দিন ও হায়দার আলীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শরিফ আহমেদ, মোঃ মাসুক আহমেদ, গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক সৈয়দা তাওহিদা বেগম, মোস্তাক আহমদ তরফদার, অধ্যক্ষ কুতুব উদ্দিন আখঞ্জী, কুতুবুর রহমান তালুকদার, মোঃ খালেদুর রহমান খালেদ, আইয়ূব আলী, মাহমুদুর রহমান, ইউপি সদস্য সেফাজ চৌধরী, অভিভাবক দলিল লিখক মহিদুল ইসলাম মনসুর, মাষ্টার আসাদুজ্জামান খানসহ সকল কিন্ডারগার্টেনের প্রধান অভিভাবকগন উপস্থিত ছিলেন। উদ্বোধকের বক্তব্যে গাজীউর রহমান গাজী বলেন চুনারুঘাট উপজেলার ঝরে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগীতায় আমি আমার মরহুম পিতার আশকর আলীর নামে ট্রাস্ট গঠন করেছি ঐ ট্রাস্টের মাধ্যেমে আমি আজীবন মেধার বিকাশে সহযোগীতা হাত অব্যাহত থাকবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *