চুনারুঘাটের কিশোরীকে অপহরণ করে বানিয়াচুং কবর স্থানে ধর্ষণ কথিত প্রেমিক লাপাত্তা ॥ আদালতে মামলা ॥ ডাক্তারী পরীক্ষায় ধর্ষনের আলামত

কাজী মাহমুদুল হক সুজন- প্রেম ভালবাসা, অপহরন, মামলা, অতপর ধর্ষনের শিকার হয়ে চুনারুঘাটের এক কিশোরী হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। জানা যায়, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের গোপালপুর গ্রামের দরিদ্র কিম্মত আলীর কিশোরী কন্যা জেসমিন আক্তার (১৭) এর সাথে পরিচয় হয় শায়েস্তাগঞ্জ সৌর বিদ্যুৎ অফিসের কর্মরত সুনামগঞ্জ জেলার শাহাপুর গ্রামের আফসর উদ্দিনের পুত্র মোজাম্মেল হকের সাথে পরিচয়ের পর থেকে তারা ভালবাসায় জড়িয়ে পড়ে। লম্পট মোজাম্মেল ওই সুন্দরী মেয়েটির সাথে শারিরীক সম্পর্ক করতে চাইলে মেয়েটি অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে মোজাম্মেল গত জানুয়ারীর মাসের শেষের দিকে তাকে অপহরনের চেষ্টা করে। এ নিয়ে জেসমিন আক্তার বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা করলে লম্পট মোজাম্মেল কিছুদিন জেলহাজতে ছিল। সৌর বিদ্যুৎ কর্তপক্ষ জানতে পেরে মোজাম্মেলকে চাকুরীচ্যূত করে। তারপর থেকে লম্পট মোজাম্মেল নতুন করে ফন্দি ফাঁদে জেসমিনের উপর প্রতিশোধ নিতে। তারই ধারাবাহিকতায় গত বুধবার সন্ধ্যায় মোজাম্মেল তার দুই বন্ধুকে নিয়ে সিএনজি যোগে অপহরন করে নিয়ে বানিয়াচুং একটি কবরস্থানে ধর্ষণ করে পালিয়ে যায়। এলাকার মানুষ জানতে পেরে ধর্ষিতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চুনারুঘাট উপজেলা শাখা ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর একটি প্রতিনিধি দল হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে আর্থিক অনুদান ও আইনী পরামর্শ প্রদান করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানবাধিকার সেক্রেটারী কাজী সুজন, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, ব্র্যাক প্রতিনিধি অল্লীকা দাশ, শিলা দাশ, শিক্ষক প্রতিনিধি দিলোয়ার আলী খান প্রমূখ। হাসপাতালে ভর্তি ধর্ষিতা জানায়, হাসপাতালে অজ্ঞাত কিছু যুবক ও মোজাম্মেলের পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। মামলা না করতে হুমকি দিচ্ছে। ফলে সে হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *