জনপ্রতিনিধি আদিবাসী জনগোষ্ঠী আসার আহ্বান সাতছড়ি বনাঞ্চলে বৃক্ষ নিধন ও বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার- সাতছড়ি জাতীয় উদ্যান দেশের একটি অমূল্য সম্পদ। কিছু অসৎ রাজনৈতিক নেতৃত্ব ও অসাধু বনরক্ষীদের লোলুপ দৃষ্টি কারনে এ বন ধ্বংস হতে দিতে পারিনা। অপরিকল্পিত ভাবে ছড়া থেকে বালি উত্তোলন করে বন ধ্বংস হয়ে যাচ্ছে। চোরা কারবারীরা কেটে নিয়ে যাচ্ছে জাতীয় উদ্যানের গাছ। বর্তমান এ কঠিন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি, আদিবাসী জনগোষ্ঠীরা এগিয়ে আসা জরুরী বলে মত প্রকাশ করেন। গত শুক্রবার সাতছড়ি জাতীয় উদ্যানে ৪নং পাইকপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ওয়াহেদ আলীর সভাপতিত্বে মানব বন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়। দেউন্দির “প্রতিক থিয়েটার” আয়োজিত পথ ও মানব সভার বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা জেলা শাখার সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারন সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জ্বল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, শাবি প্রবির সহযোগী অধ্যাপক সুরমা বাগানের টিলা বাবু বাসুদেব কৈরী প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *