ট্রেনিং অন এপ্লাইড কনজারভেটিব কমিটির জাতীয় উদ্যান পরিদর্শন

ট্রেনিং অন এপ্লাইড কনজারভেটিব ভায়োলজি এন্ড কো ম্যানেজমেন্ট আওতায় ৩০ জন অংশ গ্রহনকারী সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন। গতকাল রবিবার সকাল ১১ টায় এনজিও ক্রেল এর সহযোগিতায় ২১ দিনের ট্রেনিং এর অংশ হিসেবে এ পরিদর্শন। জাতীয় উদ্যানের পরিদর্শনে ছিলেন বন বিভাগের ৮ জন, ৫ জন এনজিও কর্মী ও ২ জন ইউনির্ভাসিটির ছাত্র। অন্যরা ছিলেন বিভিন্ন স্থানের মৎস্য কর্মকর্তা। এক্সডিসিসিএফ এফ ডি হারাধন বনিক জানান, অতি সম্প্রতি শ্রীমঙ্গলে একুশ দিনের একটি ট্রেনিং হবে। সেখানে জাতীয় উদ্যানের পরিবেশ শীর্ষক আলোচনা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *