পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গেলো খোয়াই নদীর অস্থায়ী বাঁধ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি- শাহজিবাজারে নির্মাণাধীন বৈদ্যুতিক প্লান্টে ভারি মালামাল পরিবহনের জন্য শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের পাশে খোয়াই নদীর উপর নির্মিত অস্থায়ী বাঁধ মাস খানের ব্যবধানে জোয়ারে আবারও ভেঙ্গে পড়েছে। এবারও বাঁধ ভেঙ্গে যাওয়ায় নদীর পাড়ের বাসিন্দারা বন্যা থেকে রক্ষা পেয়েছেন। তা না হলে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা ছিল। তারপরও আশঙ্কা মুক্ত নয়। পানি বিপদসীমায় অতিক্রম করায় নদী বাঁধে ভাঙ্গন শুরু হয়েছে। এতে করে শায়েস্তাগঞ্জ পৌরসভার কুঁটিরগাওসহ ২০/২৫টি গ্রামের লোকজন আতঙ্কে রয়েছেন। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হয়। এতে নদীর পানি বাড়তে শুরু করে। এক পর্যায়ে বুধবার দুপুরে এ বাঁধ ভেঙ্গে যায়। এরপর বাঁধ নির্মাণকারীরা তাদের ৪’শ কোটি টাকার ভারী মেশিন রক্ষার জন্য স্থানীয় এলাকাবাসীর সহায়তা কামনা করেন। এ আহ্বানে সারা দিয়ে লস্করপুর ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মোঃ হেলাল আহমেদ, সমাজসেবক নোমান মিয়াসহ শত-শত লোক এসে সহায়তা করছেন। শত চেষ্টার পরও পানিতে তলিয়ে যাচ্ছে এ ভারী মেশিন। লস্করপুর ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মোঃ হেলাল আহমেদ বলেন- পানি বৃদ্ধি পাচ্ছে। তার সাথে তাদের ৪’শ কোটি টাকা মূল্যের ভারী মেশিনটি তলিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি মেশিনটি রক্ষার জন্য। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, বৃষ্টিপাতের ফলে খোয়াই নদী পানি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানির কমার সম্ভাবনা রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *