বৃন্দাবন সরকারি কলেজে ৪ কোটি টাকার দুর্নীতি ॥ কচ্ছপ গতিতে চলছে তদন্ত কাজ ॥ তথ্য-উপাত্ত গায়েব!

আব্দুর রউফ সেলিম/আখলাছ আহমেদ প্রিয়- হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও ঐতিহ্যবাহি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য ও ক্যাশিয়ার বাবুল মিয়ার ৪ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে কচ্ছপ গতিতে। কলেজ সূত্র জানায়, অভিযুক্তরা কলেজের বিগত ৫ বছরের অধিকাংশ আর্থিক লেনদেনের তথ্য-উপাত্ত গায়েব করে ফেলেছেন। যে কারণে বর্তমান অধ্যক্ষ কর্তৃক গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির নির্ধারিত সময় অতিবাহিত হলেও প্রতিবেদন দাখিল হয়নি। এ অবস্থায় আলোচিত ওই দুর্নীতির মূল রহস্য উদঘাটিত হবে কিনা বিষয়টি নিয়ে শংকা প্রকাশ করছেন শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ সচেতন মহল। জানা যায়, ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ৯ আগস্ট শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে ৩ সদস্যের একটি তদন্ত দল আসে বৃন্দাবন সরকারি কলেজে। ওই তদন্ত দলের প্রধান কর্মকর্তা রসময় কীর্ত্তনীয়া কলেজের বর্তমান অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান চৌধুরীর কাছে ১ সপ্তাহের মধ্যে বিগত ৫ বছরের যাবতীয় আর্থিক লেনদেনের তথ্য-উপাত্ত চান। এ প্রেক্ষিতে কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক নজরুল ইসলাম ভূইয়াকে আহবায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেন অধ্যক্ষ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক তোফাজ্জল আলী, হিসাববিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক সামসুল হক। গঠিত ওই কমিটিকে ১৬ আগস্টের মধ্যে বিগত ৫ বছরের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি প্রতিবেদন প্রদানের জন্য আদেশ দেয়া হয়। কিন্তু রহস্যময় কারণে গঠিত ওই কমিটি নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও প্রতিবেদন জমা দিতে পারেনি। এ ব্যাপারে জানতে চাইলে কমিটির আহবায়ক নজরুল ইসলাম ভূইয়া জানান, সমন্বয়হীনতা ও সময় স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয় সম্ভব হয়নি। তবে কবে নাগাদ এ প্রতিবেদন জমা দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী বলেন, ‘গঠিত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। এদিকে কলেজের একটি সূত্র জানায়, বিগত ৫ বছরের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য-উপাত্ত গায়েব করেছেন অভিযুক্তরা। যে কারণে গঠিত কমিটি কোন কার্যক্রমই শুরু করতে পারেনি। অপর একটি সূত্র জানায়, প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক নজরুল ইসলাম ভূইয়াকে আর্থিক বিষয়ে গঠিত তদন্ত কমিটির আহবায়ক করায় তিনি অনেকটা অস্বস্তিতে রয়েছেন। এ বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতা নেই বললেই চলে। যে কারণে হ-য-ব-র-ল অবস্থায় রয়েছে তদন্ত কমিটি। উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদনে প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। যার সাথে সাবেক অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য ও ক্যাশিয়ার বাবুল মিয়ার জড়িত থাকার বিষয়টি প্রতিবেদনে উঠে আসে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *