ভয়াবহ মাদকের কবলে যুব সমাজ ধ্বংস হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার- মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হচ্ছে চুনারুঘাটের যুবসমাজ। যে বয়সে পড়াশোনা ও খেলাধুলায় মনযোগী হওয়ার কথা, সে বয়সে তাদের স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে মাদকের নেশায়। যুবকদের পাশাপাশি স্কুল গামী, কিশোর ও পথশিশুরাও আসক্ত হয়ে পড়েছে সর্বনাশা মাদকের ছোবলে। আর এ নেশায় আক্রান্ত হয়ে অন্ধকার জীবনে হারিয়ে যাচ্ছে তারা। নেশা গ্রহনকারী শিশু-কিশোরদের মধ্যে বেশীর ভাগই নিম্নবিত্ত পরিবারের সন্তান। যাদের বয়স ১০-১৬ বছর। ধুমপানের পাশাপাশি এসব যুবকরা গাঁজা, ফেন্সিডিল, জুতায় লাগানোর পেস্টিং (ড্যান্ডি), চোলাই মদসহ সর্বনাশা হেরোইনে আসক্ত হয়ে পড়ছে। এসব প্রতিকারের পুলিশ প্রশাসন তৎপর হলেও মাদক সেন্ডিকেট চোরাকারবারীরা ছদ্ববেশে ওইসব ভারতীয় নেশা জাতীয় দ্রব্য পাচার করেই চলেছে। চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ১ থেকে ৬ পর্যন্ত নেশার স্বর্গ রাজ্য হিসেবে পরিনত হয়েছে। হাত বাড়ালেই ভারতীয় ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় মাদক পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায়, সীমান্তবর্তী আসামপাড়া, বাল্লা, টেকের ঘাট, গুইবিল, চিমটি বিল, সাতছড়ি, কেদারাকোট, নালুয়াসহ বিভিন্ন সীমান্ত পথ দিয়ে মাদক চোরাকারবারীরা ওইসব নেশা জাতীয় মাদক দ্রব্য ভারত থেকে এনে চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন মাদক সিন্ডিকেটদের নিকট বিক্রি করে। পৌর শহরের শক্তিশালী সিন্ডিকেটদের নিকট থেকে এলাকার উটতি বয়সের যুবকদের নিকট বিক্রিসহ জেলার বিভিন্ন স্থানে পাচার করছে। ফলে বিনষ্ট হচ্ছে যুব সমাজসহ আসক্ত হচ্ছে স্কুল গামী শিক্ষার্থী ও পথশিশুরা। ওই মাদক সিন্ডিকেটের অনেক সদস্যদের পুলিশ প্রশাসন মাঝে মধ্যে পাকরাও করে আদালতে প্রেরণ করলেও মাঝে মধ্যে রহস্য জনক কারনে অনেক মাদক ব্যবসায়ীই ধরা ছোয়ার বাহিরে থেকে যায়। আবার অনেকই পুলিশ গ্রেফতার করার পর কতিপয় রাজনৈতিক নেতাদের চাপে বাধ্য হয়ে পুলিশ ছেড়ে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই জানায়, কতিপয় পুলিশকে মাশুয়ারা উৎকুছের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে। এদিকে পৌর শহরের চন্দনা, উত্তর বড়াইল, পশ্চিম পাকুরিয়ার গুচ্ছ গ্রামের নিকট, নয়ানী, সরকারী কলেজের নিকট, দক্ষিণ বাসট্যান্ড সংলগ্ন এলাকা, আমতলী. দক্ষিণ হাতুন্ডাসহ বিভিন্ন পয়েন্ট মাদক ব্যবসায়ীরা বেছে নিয়েছে, বলে স্থানীয়রা জানায়, এ মাদকের ছোবল থেকে যুব সমাজ, স্কুল গামী শিক্ষার্থী ও পথশিশুদের রক্ষা করতে প্রশাসন, জন-প্রতিনিধিসহ সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন চুনারুঘাট উপজেলাবাসী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *