নায়িকার বয়স বাড়ে, নায়কের বাড়ে না

সম্প্রতি গৌরি শিন্ডের নতুন সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটের চুক্তিবদ্ধ হওয়ার খবর ঝড় তুলেছে ভারতীয় গণমাধ্যমে। কারান জোহারের প্রযোজনায় নতুন এই জুটির পর্দা রসায়ন কেমন জমবে – সে জল্পনা-কল্পনার পাশাপাশি উঠে এসেছে আরেকটি প্রশ্ন। ২২ বছর বয়সী আলিয়ার বিপরীতে পঞ্চাশে পা দেয়া শাহরুখকে প্রেমিক হিসেবে কেমন দেখাবে? আলিয়া-শাহরুখের বেলায় বয়সের পার্থক্যটা ২৭ বছর, খানিকটা চমকে যাওয়ার মতোই। তবে হিন্দি সিনেমায় মধ্যবয়সী নায়কের সঙ্গে তন্বী তরুণীদের প্রেম করার বিষয়টি চলে আসছে দীর্ঘ দিন ধরেই। আর তাই ‘পিকে’ সিনেমায় পঞ্চাশ পেরুনো আমির খানকে ২৭ বছর বয়সী আনুশকা শর্মার সঙ্গে প্রেম করতে দেখে দর্শক হোঁচট খায় না। ওদিকে ২১ বছরের ব্যবধান নিয়েও দিপিকা-শাহরুখ জুটি একের পর এক উপহার দেন ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সিনেমার। একই প্রজন্মের অভিনেতা সালমান খান চোখ বুঁজেই অভিনয় করতে পারেন ২৯ বছর বয়সী ক্যাটরিনা কাইফ (এক থা টাইগার), ৩০ বছর বয়সী জ্যাকুলিন ফার্নান্দেজ (কিক) এবং ৩৪ বছর বয়সী কারিনা কাপুরের (বাজরাঙ্গি ভাইজান)- এর বিরপীতে। গেল হিন্দি সিনেমার কথা। দক্ষিণেও এই নিয়মের হেরফের নেই খুব একটা। কিছুদিন আগেই তামিল সিনেমা ‘কাবালি’তে ৬৪ বছর বয়সী রজনিকান্তের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন ২৯ বছর বয়সী রাধিকা আপ্টে। এই জুটির মধ্যকার ৩৫ বছরের বয়সের ব্যাবধানকে যেন আমলেই নেননি নির্মাতারা। সর্বশেষ দুটি সিনেমাতেই রজনিকান্ত অভিনয় করেছেন দিপিকা পাড়ুকোন আর সোনাক্শি সিনহার মতো তরুণী অভিনেত্রীদের বিপরীতে। বড় নায়কদের খ্যাতির আলোয় কম বয়সী নায়িকাদের ক্যারিয়ার আলোকিত করার ঘটনাও কিন্তু ঘটছে হরহামেশাই। সোনাক্শি সিনহার কথাই ধরা যাক। খ্যাতির আলোয় তিনি এসেছিলেন প্রথম সিনেমা দদাবাং’- এ ২২ বছরের বড় অভিনেতা সালমান খানের প্রেমিকার ভূমিকায় অভিনয় করে। এরপর তাকে দেখা গেছে আক্শায় কুমার আর অজয় দেবগনের মতো বয়স্ক অভিনেতাদের বিপরীতেই। নিজের কাছাকাছি বয়সের নায়ক অর্জুন কাপুরের বিপরীতে ‘তেভার’-এ অভিনয় করেছেন ঠিকই, কিন্তু বক্স অফিসে সুবিধা করতে পারেননি। সালমান-আকশায়দের পিঠে ভর করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন ক্যাটরিনা কাইফও। এখন নিয়মিতভাবেই তাকে দেখা যায় শাহরুখ আর আমির খানের বিপরীতে। একই ভাবে রানবির কাপুর আর রানভির সিং-এর বিপরীতে হিট সিনেমা উপহার দিলেও ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া সিনেমায় দিপিকার সঙ্গী ছিলেন শাহরুখ আর সাইফ আলি খান। অর্থাৎ, পর্দা মাতানো জুটির বয়সের ব্যবধান যে কমপক্ষে ২০ বছর হবেই – এমনটাই যেন মেনে সিয়েছেন দর্শকেরা। সমস্যাটি যে কেবল ভারতে, তা নয়। হলিউড – যেখানে তারকারা এবং গণমাধ্যম লিঙ্গ বৈষম্য নিয়ে তুলনামূলকভাবে বেশি সোচ্চার, সেখানেও বয়সের ব্যবধান নিয়ে এই গতানুগতিক ধারণা ভোগাচ্ছে অভিনেত্রীদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এমন এক অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন ম্যাগি গিলেনহল। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীকে ৫৫ বছর বয়সী এক অভিনেতার বিপরীতে চুক্তিবদ্ধ করা হয়নি কেবল মাত্র বয়সের অজুহাত দেখিয়ে। দ্য র‌্যাপকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বয়স ৩৭ এবং আমাকে সম্প্রতি বলা হয়েছে ৫৫ বছর বয়সী এক অভিনেতার প্রেমিকার চরিত্রে অভিনয়ের জন্য আমার বয়স একটু বেশিই! আমার জন্য এটা ছিল চমকপ্রদ। প্রথমে আমার এটা নিয়ে খারাপ লাগলো, পরে রাগ হলো, শেষমেশ আমি হেসে ফেললাম!” বয়সের সঙ্গে সঙ্গে নায়িকাদের বাজারদর পড়ে যাওয়ার বিষয়টি সত্যিই করুণ। যে কারণে, আজ নায়িকার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বছর কয়েক পরেই অভিনয় করেন নায়কের মা কিংবা ভাবির চরিত্রে। ‘কাভি কাভি’তে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয়ের দু বছরের মাথাতেই ১৯৭৮ সালে ‘ত্রিশূল’-এ ওয়াহিদা রেহমানকে দেখা যায় তার মায়ের ভূমিকায় অভিনয় করতে। একই বছর ‘মুকাদ্দার কা সিকান্দার’-এ অমিতাভের প্রেয়সীর ভূমিকা থেকে ১৯৮০ সালের ‘শান’-এ তার ভাবী এবং ১৯৮১ সালেই ‘লাওয়ারিশে’ বিগ বি’র মায়ে রূপান্তরিত হন অভিনেত্রী রাখি। সালমান খানের চেয়ে দু বছরের ছোট শ্রীদেবি এক সময় তার বিপরীতে অভিনয় করেছেন ‘চন্দ্রমুখী’, ‘চান্দ কা টুকরা’র মতো সিনেমা। ‘ইংলিশ ভিংলিশ’-এর মতো সিনেমা দিয়ে সদর্পে ফিরলেও সালমানের স্ত্রী কিংবা প্রেমিকার চরিত্রে এখন কি আর কখনও অভিনয় করা হবে এক সময়ের এই ‘রূপ কি রানি’র? গল্পের প্রয়োজনে নায়ক নায়িকার বয়সের ব্যবধানের বিষয়টি অবশ্য পর্দায় বাস্তবসম্মত মনে হয়। অমিতাভ বচ্চনের বিপরীতে ‘চিনি কাম’ সিনেমায় তার চেয়ে ৩৫ বছরের ছোট অভিনেত্রী টাবুর অন্তর্ভুক্তি কিংবা কিছুদিন আগেই সুজয় ঘোষের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অহল্যা’য় রাধিকা আপ্টে যেমন অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধায়ের বিপরীতে। গল্পের কারণেই ৮০ বছরের বুড়ো গৌতম সাধুর বিপরীতে তার তরুণী স্ত্রীকে বেমানান মনে হয়নি একেবারেই। কিন্তু মূলধারার হিন্দি সিনেমায় সেরকম গল্প আর নায়ক-নায়িকার বাস্তবসম্মত বয়সের ব্যবধান দেখা যায় কমই। শাহরুখ খানই তার পরের সিনেমা ‘রাইস’-এ অভিনয় করবেন ৩২ বছর বয়সী মাহিরা খানের বিপরীতে। রোহিত শেঠির ‘দিলওয়ালে’তে বহু বছর বাদে শাহরুখ-কাজল জুটির প্রত্যাবর্তন ঘটলেও ৪১ বছর বয়সী কাজলের চেয়ে শাহরুখ ঠিকই নয় বছরের বড়। এই শাহরুখ খান সবশেষ নিজের বয়সী নায়িকার বিপরীতে অভিনয় করেছিলেন ১৩ বছর আগে। মাধুরী দীক্ষিতের বিপরীতে ‘দেবদাস’ এবং ‘হাম তুমহারে হ্যায় সানাম’ সিনেমায়। সালমান শেষবার নিজের বয়সী নায়িকা জুহি চাওলা এবং মনীষা কৈরালার বিপরীতে অভিনয় করেছেন সেই নব্বইয়ের দশকে, ১৯৯৭ সালের ‘দিওয়ানা মাস্তানা’ এবং ‘খামোশি’তে। আমির খান মনীষার বিপরীতে অভিনয় করেছেন ‘মান’-এ। এরপর থেকে সেই দিপিকা, ক্যাটরিনা, কারিনা আর আনুশকাতেই মজেছেন এই তিন খান। আমির খান অবশ্য পরের সিনেমা ‘দাঙ্গাল’-এ অভিনয় করবেন মুষ্টিযোদ্ধা মহাভির ফোগাটের চরিত্রে। বয়স্ক এই বক্সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন সাক্শি তানওয়ার, যার বয়স ৪২ বছর। সালমান নিজেও ‘বাজরাঙ্গি ভাইজান’-এ অভিনয় করেছেন বেশ বয়স্ক এক পুরুষের চরিত্রে। আর শাহরুখ তো ‘চেন্নাই এক্সপ্রেস’ থেকেই পর্দায় নিজেকে স্বীকার করে নিয়েছেন চল্লিশোর্ধ এক পুরুষ হিসেবে। অর্থাৎ, এখনকার বলিউডে নায়কদের বয়সও ধীরে ধীরে বাড়ছে বৈকি! তবে এই ধারা কত দিন বজায় থাকে – সেটাই এখন দেখার বিষয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *