রাজন হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে তিন আসামীর মালামাল ক্রোকের আদেশ

শহরতলীর কুমারগাঁওয়ে বর্বরোচিতাবে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আদালতে দাখিলকৃত চার্জশিট আমলে নিয়েছেন আদালত। সোমবার সকালে আলোচিত এ হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে সিলেটে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ সাহেদুল করিম মামলার প্রধান আসামী কামরুল ইসলামসহ তার আরো দুই সহোদরের মালামাল ক্রোকের নির্দেশ দেন। সিলেটে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শুনানি শেষে মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম এই চার্জশিট আমলে নেন। সিলেট জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং রাজনের বাবার মনোনীত আইনজীবী শওকত চৌধুরী জানান, আদালত শুনানি শেষে চার্জশিট আমলে নিয়েছেন। একইসাথে চার্জশিটে অভিযুক্ত তিন পলাতক আসামির বিরুদ্বে গ্রেফতারী পরোয়ানা জারিসহ তাদের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৩১ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম এবং তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তরা হচ্ছেন কামরুলের ভাই আলী হায়দার, মুহিদ আলম, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী। গত ৮ জুলাই বুধবার সকালে ‘চোর’ সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগে মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। কুমারগাঁও এলাকার একটি গ্যারেজে ওই হত্যাকান্ডের পর ওই দিন বেলা পৌনে ২টার দিকে একটি মাইক্রোবাসে তুলে রাজনের লাশ নিয়ে যাওয়ার সময় মুহিত আলমকে ধরে পুলিশে দেয় স্থানীয় লোকজন। এ মামলার অন্যতম আসামী সৌদি আরব প্রবাসী কামরুল ইসলামকে উৎকোচের বিনিময়ে পুলিশ সৌদি পালিয়ে যেতে সহযোগিতা করে বলে অভিযোগ-রাজনের বাবা শেখ আজিজুর রহমানের। অবশ্য ১৩ জুলাই সৌদি প্রবাসীরা কামরুল ইসলামকে আটক করতে সক্ষম হন। সৌদির সাথে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি না থাকায় তাকে দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। তবে, সৌদি আরবের সাথে বাংলাদেশী কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। ইন্টারপোল তার বিরুদ্ধে রেড অ্যালার্টও জারি করেছে। এ ঘটনায় আজিজুর থানায় একটি অভিযোগ দিলেও প্রথমে সেটি গ্রহণ করেনি পুলিশ। পত্র-পত্রিকায় দায়িত্বে অবহেলা ও গাফিলতির রিপোর্ট প্রকাশিত হলে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত ২৩ জুলাই এ ঘটনায় ৮৪৮ পৃষ্ঠার একটি তদন্ত রিপোর্ট দাখিল করে। এ রিপোর্টের প্রেক্ষিতে পুলিশ সদর দফতর জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান এসআই আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে চাকুরী থেকে সাসপেন্ড করেন। নিহত সামিউল আলম রাজনের বাড়ি নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে। রাজনের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন মাক্রোবাস চালক। তার দুই ছেলের মধ্যে রাজন বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা সামিউল আলম রাজন সবজি বিক্রি করত।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *