সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট বাতিল

সিলেট জেদ্দা সরাসরি আরও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ৮ সেপ্টেম্বরের নির্ধারিত ফ্লাইটের জন্যে প্রয়োজনীয় সংখ্যক যাত্রী দিতে না পারায়ও সেটি বাতিল করেছে বিমান বাংলাদেশ। এর আগে ২৩ আগস্টের প্রথম ফ্লাইটও একই কারণে বাতিল হয়েছিল। বিমান বাংলাদেশ বলছে, হাবের ব্যর্থতার কারণেই দু’টো ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিমান বাংলাদেশের সিলেট জেলার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সালমান হায়দার চৌধুরী জানান, প্রত্যেক ফ্লাইটে তাদের ৪১৯টি আসন রয়েছে। এরমধ্যে ৮ সেপ্টেম্বরের ফ্লাইটের জন্যে হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট শাখা ২২৭ যাত্রীর ব্যবস্থা করতে পেরেছে। বিপুল সংখ্যক আসন খালি থাকায় সিলেট-জেদ্দা সরাসরি ওই ফ্লাইট বাতিল করতে হয়েছে। তবে, ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বরের ফ্লাইটের যাত্রী পাওয়ায় তা চূড়ান্ত বলে তিনি জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *