বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতার আর্থিক সহযোগিতায় আখড়া মন্দির নির্মাণ

সুখদেব নাথ – চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামে শ্রী শ্রী মদন মোহন জিউর বিগ্রহ আখড়া ভিত্তি প্রস্তর স্থাপন, নাট মন্দির বর্ধিত করণ ও ঝুলন যাত্রা উৎসব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাত ৮টায় আখড়া প্রাঙ্গনে সাবেক প্রধান শিক্ষক বাবু শচীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ও বাবু অমিও দত্তের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাবু দিলিপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন য় এরপর পৃষ্ঠা-৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন-আঃ ছামাদ মাষ্টার, ডাঃ দিলিপ কুমার আচার্য্য, ডাঃ স্বপন বড়–য়া, বাবু দিলিপ পাল, বাবু সুবীর দেব, বাবু রাম সংকর ভট্টাচার্য্য, সাংবাদিক আবুল কালাম আজাদ, এসএম সুলতান খান, ফারুক মাহমুদ, খন্দকার আলাউদ্দিন, পৌর কাউন্সিলর আাব্দুল হান্নান, তাজুল ইসলাম কাজল, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওর্য়াক ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাছির উদ্দিন, ডাঃ দীরেন্দ্র চন্দ্র দাস, কার্তিক চন্দ্র দাশ, সুজিত দেব হেমেন্দ্র সেন, মশিউর রহমান চৌধুরী ফয়সল, আমিনুল ইসলাম সুজন ও সুপ্রিয় বনিক প্রমুখ। পরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা সাংগঠনিক সম্পাদক ডাঃ কালিপদ আচার্য্যরে আর্থিক অনুদানে শ্রী শ্রী মদন মোহন জিউর বিগ্রহ আখড়ার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ আবু তাহের মন্দিরের উন্নয়নের ১ লক্ষ টাকা অনুদানে আশ্বাস দেন এবং পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু নাট মন্দির ও শ্মসানঘাট উন্নয়নের জন্য ৫লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *