‘প্রস্তাব পেলে এশিয়া কাপ হবে বাংলাদেশে’

এশিয়া কাপের টানা তৃতীয় আসর বসতে পারে বাংলাদেশে। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, প্রস্তাব পেলে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত আছে। ২০১২ ও ২০১৪ সালের এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হতে যাওয়া এশিয়া কাপ হবে টুর্নামেন্টের ইতিহাসে ত্রয়োদশ আসর। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান জানান, টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু ভারত হলেও বাংলাদেশেরও আয়োজক হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। “বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার সুযোগ আছে। তবে এ বিষয়ে এসিসির সভা ছাড়া কোনো কিছু নিশ্চিত নয়। খুব সম্ভবত ভারতেই পরবর্তী এশিয়া কাপ হবে। সেটা না হলে বাংলাদেশই মনে হয় সম্ভাব্য আয়োজক।” এশিয়া কাপের আসরগুলো পর্যায়ক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্ট হবে। সেই হিসাবে আগামী বছরই প্রথমবারের মতো এশিয়া কাপে হবে টি-টোয়েন্টি ক্রিকেট। ত্রয়োদশ আসরের সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাতও। বিসিবি সভাপতি জানান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভায় ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। “বাংলাদেশ যদি প্রস্তাব পায়, তবে এশিয়া কাপ বাংলাদেশেই হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *