শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলার রোমাঞ্চ যেমন আছে, তেমনি ভালো কিছু পাওয়ার আত্মবিশ্বাসও আছে বাংলাদেশ শিবিরে। সর্বশেষ প্রীতি ম্যাচের ড্রটাও বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে দারুণ কিছু করে দেখানোর বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে মামুনুলদের। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-বাংলাদেশ মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকাল ৫টায় অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে ম্যাচটি। শক্তি, ইতিহাস-ঐতিহ্য, বিশ্বকাপের চলতি বাছাই পর্বের পরিসংখ্যান সবই অস্ট্রেলিয়ার পক্ষে। তাই ক্যাহিলদের বিপক্ষে ম্যাচের জন্য রক্ষণাত্মক কৌশলটা আগেই ঠিক করে রেখেছিলেন কোচ লোডভিক ডি ক্রুইফ। মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচে সেটা পরখও করে নিয়েছেন বাংলাদেশ কোচ। ড্র করে ‘সফলও’ হয়েছেন; মামুনুলরাও পেয়েছেন বাড়তি আত্মবিশ্বাস। ওই ম্যাচে নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরি না থাকলেও তপু বর্মন, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ, নাসিরুল ইসলাম দৃঢ়তার সঙ্গে রক্ষণদেয়াল অটুট রাখেন। আর গোলপোস্টের নিচে শহিদুল আলম সোহেল ছিলেন এককথায় অসাধারণ। আর তাই প্রতিপক্ষে টিম ক্যাহিল, ম্যাথু লেকিদের মতো ইউরোপের ক্লাব ফুটবলে খেলা বেশ কিছু খেলোয়াড় থাকলেও ভয় পাচ্ছে না বাংলাদেশ। বাছাই পর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পাওয়া কষ্টের জয়টি দেখে আরও ‘সাহসী’ হয়ে উঠেছেন ক্রুইফ। “কিরগিজস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার (২-১ গোলে জেতা) ম্যাচটি আমি দেখেছি। তারা ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই কঠিন করে তুলেছিল। যে কোনো কিছুই হতে পারে (এ ম্যাচে)। আমার খেলোয়াড়রা ভীত নয়; (অস্ট্রেলিয়ার প্রতি) তাদের শ্রদ্ধা আছে কিন্তু তারা (মামুনুলরা) এখানে ঘুরতে আসেনি।” নিজেদের মাঠ হলেও এখানে ১০ বছরেরও বেশি সময় পর খেলা নিয়ে দলটির কোচ এইজ পস্টেক্লোগে দারুণ উচ্ছ্বসিত। তাতে অবশ্য বাছাই পর্বে টানা জয়ে থাকার লক্ষ্যটা ভেসে যাচ্ছে না। সেরা ফুটবল খেলা দলটিই জিতবে-পুরনো এ কথাটিও শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন তিনি। “বাংলাদেশকে আমরা খুব গুরুত্ব দিয়ে নিচ্ছি। বাছাই পর্বের আগের ম্যাচগুলোয় তারা ভালো খেলেছে। ফুটবলে সবকিছুই হতে পারে; যে ভালো খেলে, ফলটা তারাই পেতে পারে।” এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্যাহিলরা। বিশ্বকাপের চারটি আসরে খেলার অভিজ্ঞতাও আছে স্বাগতিক দলের। ফিফা র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের (১৭০তম) চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া (৬১তম)। তবে নির্ভরযোগ্য অধিনায়ক মাইল জেডিন্যাক ও গোলরক্ষক ম্যাট রায়ানের ছিটকে পড়াটা ভাবাচ্ছে তাদের। অবশ্য সতীর্থদের চোটের চেয়েও অস্ট্রেলিয়ার দুর্ভাবনা বাংলাদেশের পাল্টা আক্রমণে যাওয়ার সামর্থ্য নিয়ে। নাসিরুল-তপুরা রক্ষণ সামলে দিলে, সোহেল গোলপোস্ট আগলে রাখলে প্রতিআক্রমণের যাওয়ার পথটা ভালোভাবেই তৈরি করে দিতে পারে মামুনুল-হেমন্ত-জামালে সাজানো বাংলাদেশের মাঝ মাঠ। মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও এই গোছালো প্রতি-আক্রমণের কিছুটা দেখা মিলেছে। ওই ম্যাচে জাহিদ হোসেন এমিলি, গতিময় জুয়েল রানা ও সোহেল রানারা অবশ্য সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। মালয়েশিয়া-বাংলাদেশ প্রীতি ম্যাচটি দেখার অভিজ্ঞতা থেকেই ক্যাহিল সতীর্থদের সতর্ক করে দিয়েছেন। আর বাংলাদেশ অধিনায়ক আত্মবিশ্বাসের সুরে সতীর্থদের শুনিয়েছেন, ম্যাচটা ‘এগারো বনাম এগারো’ এবং অস্ট্রেলিয়াকে ভয় পাওয়ার কিছু নেই। এমনকি ক্যাহিলের বিপক্ষে খেলার রোমাঞ্চটাও পেশাদার কথা দিয়েই আড়াল করেছেন মামুনুল, “তারও দুটো পা, দুটো হাত। সে আমার চেয়ে ভালো কিন্তু সবাই তাদের সেরা চেষ্টাই করবে।” বাছাই পর্বের ‘বি’ গ্রুপে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে লোডভিক ডি ক্রুইফের দল। ১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্রুপে সবার ওপরে আছে জর্ডান। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়া। পয়েন্ট আর গ্রুপ টেবিলের অবস্থান নিয়ে এ মুহূর্তে খুব একটা ভাবতে চাইছেন না ক্রুইফ। পার্থের আঙিনায় শক্তিশালী অস্ট্রেলিয়াকে নব্বই মিনিট আটকে রাখার ছকে দৃষ্টি তার। অবশ্য বাছাই পর্বে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে বাজে আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া ক্রুইফ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারবেন না। তার ছকটা মাঠে বাস্তবায়নের ভার সহকারী কোচ সাইফুল বারী টিটোর কাঁধে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *