Daily Archives: September 30, 2015

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ২০০৬ সালের পর আবারও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৭ সালের ১ থেকে ১৯ জুন পর্যন্ত ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বকাপের পর এটি আইসিসি আয়োজিত দ্বিতীয় ওয়ানডে টুর্নামেন্ট। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচ হবে। আটটি দলকে দুটি ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। বিজয়ী দল খেলবে ফাইনাল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ভারত। বাংলাদেশের সঙ্গে এই টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়া (১২৭), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১০), নিউজিল্যান্ড (১০৯), শ্রীলঙ্কা (১০৩), ইংল্যান্ড (১০০) ও পাকিস্তান (৯০)। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পরাশক্তি ...

সাকা ও মুজাহিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম সেবা নিউজ : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বুধবার বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার দুইজনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এর আগে গত ১৬ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। এদিকে, গত ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মৃত্যুদণ্ড হয়। এ ...

মাধবপুরে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়ে প্রায় ৭মাস পূর্বে অপহৃত কিশোরী মনোয়ারা খাতুন মনিরা-কে পুলিশ মঙ্গলবার রাতে গাজীপুর চৌরাস্তা মোর থেকে উদ্ধার করেছে । মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মমিনুল ইসলাম জানান গোপন সূত্রে খবর পেয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। বুধবার তার ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারগরিয়া গ্রামের রমজান মিয়ার কিশোরী কন্যা মনোয়ারা খাতুন মনিরা প্রায় ৭ মাস পূর্বে মাধবপুর উপজেলার আলাবক্সপুর গ্রামের মামার বাড়িতে বেড়াতে গেলে ৩ মার্চ রাতে তার মামত ভাই সাদ্দাম মিয়া ও তার ২ সহযোগি তাকে অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে রাখে। এ ব্যাপারে মনিরার মা ...

হবিগঞ্জ পৌরসভার তথ্য কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ:হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অদুর ভবিষ্যতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। হবিগঞ্জ পৌরসভার পৌর প্রবাসী তথ্য কেন্দ্রের উদ্বোধন ও পৌর কিচেন মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন সরকার যেমন দেশের বিভিন্ন পেশাজীবী শ্রেণীর জনগনকে পরিচয়পত্র প্রদান করে সেবা দিচ্ছে, ঠিক তেমনি প্রবাসীদের জন্য সরকার সারাদেশে তথ্য কেন্দ্র স্থাপন করছে।তিনি দেশকে এগিয়ে নেয়ার জন্য প্রবাসীদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন বর্তমান সরকারের আমলে হবিগঞ্জ-লাখাই অঞ্চলে নজীরবিহীন উন্নয়ন কাজ হয়েছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ ...

মিনায় এখন মরুর স্তব্ধতা

নিউজ ডেস্ক : সৃষ্টিকর্তার কাছে ‘হাজিরা’ দিয়ে যার যার দেশে ফিরে যাচ্ছেন হাজিরা; পদদলনে প্রায় আটশ মানুষের মৃত্যুর স্মৃতি নিয়ে ‘তাঁবুর নগরী’ মিনায় এখন মরুর স্তব্ধতা। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে প্রায় ৫ লাখ হাজি মক্কায় ফিরে গেছেন মিনা থেকে। সেখান থেকে তারা যাবেন নিজ নিজ দেশে। অনেকেই মদিনায় মহানবীর (সা.) রওজা জিয়ারতে গেছেন। এখন মিনাকে আগের চেহারায় ফিরিয়ে নিতে কাজ করছেন ১৩ হাজারের বেশি কর্মী। তারা পরিষ্কার-পরিচ্ছন্ন করে মিনাকে আগামী বছরের হজের জন্য প্রস্তুত করবেন। একবছর বাদে আবারও মুখরিত হবে মিনা, আরাফাত, মুজদালিফা। এবার সবমিলিয়ে প্রায় ২০ লাখ মুসলমান সৌদি আরবে হজ করেছেন। হজ শুরুর আগে মসজিদুল হারামে ক্রেইন উল্টে শতাধিক মানুষের মৃত্যু, হোটেলে ...

আগের চেয়েও বেশিৃ

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের ছবি থেকে ‘রামাইয়া বাসতাভিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেই সফলতা পান কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। এরপর একে একে বেশ কিছু ছবি করে গেছেন তিনি। সর্বশেষ ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে তাকে দেখা গেছে জন আব্রাহামের বিপরীতে। এ ছবিতে শ্রুতির অভিনয়-পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। তবে নতুন খবর হলো নতুন ছবি ‘রকি হ্যান্ডসাম’-এ রগরগে শ্রুতিকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকেই খোলামেলা হয়ে বিভিন্ন ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। তবে এ ছবিতে তাকে দেখা যাবে আগের চেয়েও বেশি খোলামেলা হয়ে অভিনয় করতে। পুরো ছবিতেই এমন সেক্সসিম্বল ইমেজে অভিনয় করেছেন তিনি। এ ছবিতে জন আব্রাহামের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন শ্রুতি। ছবির একটি গানে জনের সঙ্গে বিছানায় রগরগে দৃশ্যে পারফরম করেছেন। সম্প্রতি ...

আবার একসঙ্গে দেব-শুভশ্রী

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘ধূমকেতু’ সিনেমাটির নায়ক চূড়ান্ত হয়েছে আরও আগে। এবার পাওয়া গেল নায়িকা। চার বছর পর দেবের বিপরীতে দেখা যাবে শুভশ্রীকে। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে শুভশ্রী বলেন, “এখানে যে ছবির অফার পাচ্ছিলাম সেগুলোর স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিলো না। ‘জামাই ৪২০’ অফার করা হয়েছিল। রানা সরকারের ‘চলচ্চিত্র সার্কাস’ও অফার করা হয়েছিল। আর যদি কামব্যাক করতেই হতো, তা হলে এমন একটা ছবির দরকার ছিল যা নিয়ে ধামাকা হবে চারিদিকে। কৌশিকদার ‘ধূমকেতু’ সেই ছবিটা।” এদিকে দেব বলছেন, “শুধু এটুকু বলবো কেউ যদি আমাকে প্রথম শুভশ্রীর সঙ্গে কাজ করতে বলে সেটা রুক্মিণী। ও আমাকে এটাও বলেছে আমরা যেন বাচ্চাদের মতো ঝগড়া না করে, মিসআন্ডারস্ট্যান্ডিং মিটিয়ে আবার একসঙ্গে ছবি করি। ও এটাও মনে করে, উই লুক ...

জেনিফার লোপেজের ‘সেক্স টেপ’ প্রকাশের হুমকি

মার্কিন গায়িতা জেনিফার লোপেজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র প্রকাশ করার হুমকি দিয়েছেন তার সাবেক স্বামী ওহানি নোয়ার ব্যবসায়িক অংশীদার। ১৯৯৭ সালে কিউবান অভিনেতা ওহানিকে বিয়ে করেন লোপেজ। সেই বছরই তাদের বিচ্ছেদ হয়। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর বলছে, সাবেক স্বামীর সঙ্গে যৌন সম্পর্কের একটি ভিডিওচিত্র গোপন রাখার জন্য ছয় বছর ধরে আইনি লড়াই করছেন লোপেজ। মূল ভিডিওচিত্র সম্বলিত টেপটি আদালতের কাছে সংরক্ষিত আছে। কিন্তু সম্প্রতি এই ভিডিওচিত্রের ব্যাপারে নিজের আইনি অভিযোগ তুলে নেন লোপেজ। আর এই সুযোগে তাকে হুমকি দিয়েছেন ওহানির ব্যবসায়িক অংশীদার এড মেয়ার। এড মেয়ার হুমকি বলছেন, ভিডিও ফুটেজগুলো নিয়ে একটি ডিভিডি প্রকাশ করবেন তিনি। এতে আরও থাকবে ওহানির সঙ্গে মধু চন্দ্রিমায় কাটানো অন্তরঙ্গ মুহূর্তের চিত্র। এর পেছনের উদ্দেশ্য হিসেবে ...

চুনারুঘাটে সিটিসেল কর্মকর্তার ২লাখ টাকাসহ স্বর্ণালংকার ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক সিটিসেল কর্মকর্তার নোহা মাইক্রো আটক করে নগদ ২লাখ টাকাসহ ৫ভরি স্বর্ণালংকার ছিনতাই করেছে একদল রোড ডাকাত। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার আদমপুর গ্রামের মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে ও সিটিসেল মোবাইল ফোন কোম্পানীর ভৈরব শাখার ইঞ্জিনিয়ার বদিউল আলম দেওয়ান স্বস্ত্রীক কোম্পানীর নোহা মাইক্রো নং (ঢাকা মেট্রো-চ-১৩-৩৩৬৬) যোগে ভৈরব যাওয়ার পথিমধ্যে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সন্নিকটে পৌছামাত্র ৮/১০ একটি রোড ডাকাত দল গাড়ি আটক করে ইঞ্জিনিয়ার বদিউল আলম দেওয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২লাখ টাকা, ৫ভরি স্বর্ণালংকার, ৪২হাজার টাকা দামের একটি মোবাইল ফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া?

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসা নিয়ে শঙ্কার মেঘ এখনো কাটেনি। দুই ম্যাচের টেস্ট সিরিজটির কপালে সম্ভবত বাতিলই লেখা হতে যাচ্ছে। যদিও এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে টেস্ট দলের খেলোয়াড়দের অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ম্যাটাডোর কাপে অংশ নিতে রাজ্যের দলে যোগ দিতে বলা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরা ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাপ্রধান শন ক্যারল আজ বুধবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তরের (ডিএফএটি) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার সার্বিক দিক নিয়ে আলোচনা করবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কাছে প্রতিবেদনও জমা দেবেন ক্যারল। এর পরই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ব্যাপারে ...

কিবরিয়া হত্যা মামলা: বিচার শুরু আজ

নিজস্ব প্রতিনিধি, সিলেট: দীর্ঘ ১০ বছর পর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার কাজ শুরু হচ্ছে আজ। প্রথম সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলার বিচার কাজ শুরু হওয়ার কথা। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান ১৩ সেপ্টেম্বর এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র জিকে গৌছসহ ৩২ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিবেন আজ

প্রথম সেবা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ভাষণ দিবেন। অন্যান্য বছরের মতোই, ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষায় ভাষণ দেয়ার দৃষ্টান্ত অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় তার ভাষণ দিবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম নিয়মিত অধিবেশনে সাধারণ বিতর্কের তৃতীয় দিনে বুধবার ১৪তম বক্তা হিসেবে তিনি তার ভাষণ দিবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউ ইয়র্ক সময় দুপুর ১২টার আগে বা পরে তিনি ভাষণ দিবেন বলে আশা করা হচ্ছে। তার ভাষণের খসড়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘের মঞ্চ থেকে আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বৈশ্বিক নিরাপত্তা, শাসন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য, অভিবাসী শ্রমিক, জলবায়ু পরিবর্তন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) এবং ...