আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

প্রথম সেবা নিউজ ॥: আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ । ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভূক্তি সুনিশ্চিত করুন’ স্লোগানে পালিত হচ্ছে এবারের প্রবীণ দিবস। ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবরে আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। দিবসটি উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, জরাবিজ্ঞান প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আজ সকাল ১১টায় ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৫’ উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, সমাজকল্যাণ সচিব তারিক-উল-ইসলাম এবং জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম. আর খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া সকাল ১০টায় আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান থেকে সমাজসেবা অধিদপ্তর পর্যন্ত এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞদের মতে, প্রবীণরা কাজের মধ্য দিয়ে নিঃসঙ্গ আর বার্ধক্যের একাকীত্বকে জয় করতে পারেন। পাশাপাশি প্রবীণদের কল্যাণে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ এবং ‘জাতীয় প্রবীণ নীতি’ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি তাদের বার্ধক্যকে আনন্দময়, স্বস্তিদায়ক এবং নিরাপদ করতে পরিবার-সমাজ-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *