
বুলবুল আহমেদ, নবীগঞ্জ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের জালালপুরে ট্রাকের সাথে হানিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষে সেনা কর্মকর্তা, মা-ছেলেসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলো সেনা বাহিনীর ল্যান্স কর্পোরাল আবু সাঈদ (৩০), সিলেট কানাইঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ পলাশের অন্তঃস্বত্তা স্ত্রী মুর্শেদা বেগম (৪০) তার ছেলে মেহেদী (৪), ঔষধ কোম্পানীর প্রতিনিধি আরিফ মিয়া (৩০)। এবং অন্য দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর বাজারে ইট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-২৮৫৫) যান্ত্রিক ...