ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, পেছাল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে পিছিয়ে গেছে নেইমারের ব্রাজিল। এক ধাপ এগিয়ে আর্জেন্টিনার ঠিক পেছনেই আছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তিন নম্বরে নেমে গেছে বেলজিয়াম। দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। একধাপ নেমে পাঁচে রয়েছে কলম্বিয়া। পাঁচ ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে স্পেন। দুই ধাপ পিছিয়ে তাদের পরের স্থানটিতে রয়েছে ব্রাজিল। এছাড়া সেরা দশে রয়েছে ওয়েলস, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি ও ইংল্যান্ড। ফিফা র্যাংকিংয়ে নয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮২ নম্বরে রয়েছে মামুনুল ইসলামের দল।
Share on Facebook
Leave a Reply