চুনারুঘাটে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে

মোঃ জামাল হোসেন লিটন -আগামী ১৫ বছরে দেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। এসব অঞ্চলে কর্মসংস্থান হবে প্রায় ১ কোটি মানুষের। এই অঞ্চলকে কেন্দ্র চীন ৩২ হাজার কোটি টাকা, ভারত ৭৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে। জাপানসহ অন্যান্য দেশও তাদের আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে মৌলভীবাজারের শেরপুরে ৩৬৫ কোটি টাকা ব্যয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এসব অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, গত জেলা শাসক সম্মেলনে যে ১২টি প্রশ্ন করা হয়েছিল তার ১১টিই ছিল অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট। এসব অঞ্চল প্রতিষ্ঠা হলে স্থানীয় লোকজন, জেলাবাসী ও সর্বোপরি দেশ তথা বিশ্ববাসী উপকৃত হবেন। চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে আর কোন সন্দেহ নেই। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ইতোমধ্যে জমি বুঝে পেয়েছে। এখন এটি প্রতিষ্ঠায় আর কোন প্রতিদ্বন্ধকতা নেই। তবে যেহেতু চা শ্রমিকরা এখানে বিভিন্ন দাবি উত্থাপন করেছে তার জন্য তাদের আবাসন, চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন করা হবে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরো শিল্পায়ন হবে। তিনি আরো বলেন, হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল অবশ্যই উন্নত প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব হবে। পাশাপাশি শ্রমিকদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশহুদুল কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব জিয়াউল হাসান, উপ-সচিব সালেহ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোকন উদ্দিন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, এসিল্যান্ড তন্ময় ইসলাম, ওসি অমুল্য কুমার চৌধুরী, চা শ্রমিক নেতা বিবেকানন্দ ভৌমিক, সমতা তাতি, সৌমিত্র কর্মকার, বিকাশ তাতি প্রমুখ। পরে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ। এদিকে চা বাগানের জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিবাদে বেগমখান চা বাগানে নাচঘরে শ্রমিক সমাবেশের আয়োজন করে চা শ্রমিকরা। সেখানেও সকল অতিথি অংশগ্রহণ করেন। সেখানে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা অভিরত বাগতি, স্বপন সাওতাল, নিপেন পাল, শৈলেন ভূমিজ, সূর্য রায় প্রমূখ। প্রসঙ্গত, পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চান্দপুর চা বাগানের অব্যবহৃত জমিকে লীজের শর্ত বহির্ভুতভাবে ব্যবহার করায় লীজ বাতিল করে ৫১১ একর জমি বেজার কাছে হস্তান্তর করা হয়

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *