নালমূখ বাজার সংলগ্ন খোয়াই নদীর উপর ব্রিজের দাবী ভূক্তভোগী মানুষের

আবু তৈয়্যব আল হোসাইন – চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী ও জনবহুল অধ্যুসিত বাজারের নাম নালমূখ। যেখানে প্রতিনিয়ত শত-সহস্র মানুষের যাতায়াত। ১০নং মিরাশী ইউনিয়নের অন্তরগত খ্যাতনামা নালমূখ বাজারেই ইউনিয়ন অফিস অবস্থিত। যে বাজারে রয়েছে অস্থায়ী বিদ্যুৎ কার্যালয়, রয়েছে বেশ কয়েকটি উন্নতমানের মার্কেট। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেক ব্যবসায়ী সফলভাবে ব্যবসা পরিচালনা করে জীবন জীবিকা নির্বাহ করছেন। বাজার ও ইউনিয়ন অফিসের পাশেই রাণীগাঁওয়ের স্বনামধন্য ব্যক্তিত্ব, জননন্দীত সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত হয় সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়। এছাড়াও অর্ধ কিঃমিঃ উত্তরে রয়েছে মুছিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়। রতনপুর, গোয়াছপুর, মুছিকান্দি, গোবিন্দপুর, আদমপুর, পড়াঝার, সাত্তালিয়া, গাতাবালা, কৃষ্ণপুর, দারাগাঁও, আলোনিয়া, লাতুরগাঁও, লাদিয়া, মহদিরকোনা, আমতলা, হুড়পাড়া, নিশ্চিন্তপুর, ভোলারজুম, বড়াব্দাশাহ্সহ প্রায় অর্ধশত গ্রামের ছাত্র-ছাত্রী আসে এখানে শিক্ষা গ্রহণ করতে। বাজার থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে অবস্থিত আদমপুর দাখিল মাদরাসা। সেখানেও শত শত ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। বাজারের উত্তর পূর্ব দিকে প্রায় দু’কিঃমিঃ দূরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ এলাকার সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল হান্নান (রাহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত জামেয়া ইসলামীয়া গোয়াছপুর মাদরাসা। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা এসে ইলমে দ্বীনের আলোয় আলোকিত হচ্ছে। মাদ্রাসার পাশেই রয়েছে গোয়াছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও বাজারের উত্তর-পশ্চিম কোণে মুছিকান্দি গ্রামে একটি ডাকঘর অবস্থিত। এই নালমুখ বাজার ঘেঁষে রয়েছে ভারত থেকে বয়ে আসা ঐতিহ্যময় খড়স্রোতা খোয়াই নদী। ওই খোয়াই নদীর পশ্চিম পাড়ের ধনশ্রী, কাচুয়া, আমকান্দিসহ প্রায় দশটি গ্রামের মানুষের হাট-বাজার করার জন্য প্রতি সোম ও বৃহস্পতিবার এই নালমুখ বাজারে যাতায়াত করতে হয়। কিন্তু উন্নত যাতায়াত ব্যবস্থা না থাকায় ওই এলাকার লোকজন নৌকা দিয়ে পাড়াপার হতে হয় সেই খড়স্রোতা খোয়াই নদী। ফলে বর্ষা মৌসুমে অহরহ দূর্ঘটনার সম্মুখিন হন এই এলাকার লোকজন। এছাড়াও নালমুখ তথা পূর্বাঞ্চলের মানুষজন নদী পাড়াপারের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল হয় এই খোয়াই নদীর উপর দিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করলেও বাজার ঘেঁষা খোয়াই নদীর উপর নির্মিত হয়নি কোন ব্রিজ। নেই উন্নত যাতায়াতের ব্যবস্থা। দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন সময় জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক নেতৃবৃন্দ ব্রিজ নির্মান করার অঙ্গিকার করলেও কেউই তার বাস্তবায়ন করতে এগিয়ে আসেন নি। এদিকে আশায় আশান্বিত হয়ে অবহেলিতভাবে জীবন যাপন করছেন পশ্চিম-পূর্বাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ। কবে এই অবহেলিত মানুষদের মনের আশা পুরণ হবে, কে জানে? আমরা হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের মাননীয় সাংসদ জনাব মাহবুব আলী এমপি ও বাংলাদেশ সরকারের কাছে নালমূখ বাজার সংলগ্ন খোয়াই নদীর উপর ব্রিজ নির্মাণ করে এলাকার অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জোরদাবি জানাচ্ছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *