হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ফেডারেশন এর আহবায়ক কমিটি গঠন

হবিগঞ্জ সংবাদদাতা ॥ গত শনিবার সন্ধ্যা সাত ঘটিকায় ডাকঘর এলাকাস্থ এস এম প্লাজায় টমটম এর চলমান বিভিন্ন সমস্যা ও এ থেকে উত্তরনের উপায় খুজতে মো: মারুফ মিয়ার সভাপতিত্বে ও মোঃ সালাম এর পরিচালনায় জেলা টমটম মালিক ও শ্রমিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন মোঃ তাজুল ইসলাম, বাবু স্বপন কুমার গোপ, মোঃ আবুল কাশেম, সোহেল রানা তালুকদার, মোঃ শাহনূর মিয়া, মোঃ শামীম সিদ্দিকী, নূরুল আমিন ভূইয়া, মোঃ নবী মিয়া, মোঃ শওকত হোসেন, মোঃ কবির মিয়া, মোঃ আলকাছ মিয়া, বাবু জিতেন্দ্র সূত্রধর, রাজু রায় প্রমুখ। বক্তাগণ জেলা আইন শৃংখলা কমিটির সিদ্ধান্তকে অমান্য করে পৌরসভার নাম্বার প্লেইট নকল করে বিভিন্ন স্টিকার লাগিয়ে নাম্বার বিহীন টমটম পরিচালিত করে শহরে পরিকল্পিতভাবে যানজন সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য ও পৌরসভার নাম্বার বিহীন টমটম বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। আলোচনা শেষে টমটম মালিক ও শ্রমিকদের উন্নয়নের স্বার্থে মোঃ নূরুল আমিন ভূইয়াকে আহবায়ক ও বাবু স্বপন কুমার গোপকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ আঃ ছালামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ফেডারেশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *