নবীগঞ্জে সংর্ঘষ ও হামলায় সাবেক মেম্বার নিহত- দাফন সম্পন্ন

মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার দেবাপাড়া ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের গত বৃহস্পতিবার সন্ধ্যায় দু’দল লোকের সংঘর্ষে সাবেক মেম্বার মধু মিয়া (৫০) নামের একজন নিহত হয়েছে। এসম আরো ১০/১২ জন আহত হয়েছেন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের রস্তুমপুর গ্রামের জাহির উদ্দিন ও নিহত সাবেক মেম্বার মিয়ার লোক জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারনে বিরোধ চলে আসছিল। গত কয়েক দিন পূর্বে জাহির উদ্দিন একটি বিল্ডিং থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে যুবক যুবতি জনতার হাতে আটক হন। এসব অনৈতিক কাজের প্রতিবাদ করেন মধু মিয়াসহ তার লোকজন।এখবর শুনে জাহিদ উদ্দিনের লোকজন মধু মিয়াসহ তার লোকজনকে অকথ ভাষায় গালিগালজ করেন। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে রস্তুমপুর ষ্ট্যান্ডে পূর্ব বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহির উদ্দিনের লোকজন মধু মিয়ার লোক উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দু,পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকলে মধু মিয়া গুরুতর আহত হয়ে মাটিকে লুটে পড়ে গেলে হামলা কারীরা বেধড়ক প্রহার করে। পরে লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় মধু মিয়া মারা যায়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।শুক্রবার রাত ৮ায় মধু মিয়ার যানাজার নামায শেষে তাকে দাফন করা হয়েছে । এখন ও পর্যন্ত নিহত হওয়ার ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *