নার্সদের সরকারি চাকরির বয়সসীমা শিথিল

নিজস্ব প্রতিবেদক : প্রায় চার হাজার শূন্য পদে নার্স নিয়োগের জন্য চাকরিতে ঢোকার বয়সসীমা ফের বাড়িয়ে নিয়োগবিধি শিথিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে ২০১৮ সালের ডিসেম্বরে যাদের বয়স ৩৬ বছর হবে তারাও নার্স হিসাবে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যখাতে ডাক্তারের চেয়ে নার্স বেশি থাকার কথা। আমাদের দেশে উল্টো, ডাক্তারের চেয়ে নার্স আমাদের দেশে কম। সরকার এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। নার্স নিয়োগে অনেক কর্মসূচি নেওয়া হয়েছে।” নার্স নিয়োগে বিধি, জ্যেষ্ঠতা, মামলা-মোকাদ্দমার কারণে পদ সৃষ্টির পরও পদপূরণ করা যায় না বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখন নার্সিংয়ে চারটা নিয়োগ বিধিমালা আছে। সরকার চেষ্টা করছে, একটা সমন্বিত নিয়োগ বিধিমালা করতে। এটা প্রায় শেষ পর্যায়ে। এসব জটিলতার কারণে একটা ‘ব্যাক লগ’ সৃষ্টি হয়েছে।” ২০০৬ সালের পর নার্সিং পাস করা কেউ সরকারি চাকরি পায়নি জানিয়ে তিনি বলেন, “বাস্তব অবস্থা হলো, ২০০৬ সাল পর্যন্ত নার্সিং যারা পাস করেছেন, তারা সরকারি চাকরি পেয়েছেন। এরপর কেউ সরকারি চাকরিতে আসতে পারেননি। এতে অনেকে চাকরির বয়স ৩০ বছর পেরিয়ে গেছে।” এর আগে ২০১৩ সালের ১৭ জুন নার্সদের চাকরিতে ঢোকার বয়সসীমা ৩০ বছর থেকে ৩৬ বছর করা হয়। নিয়ম অনুযায়ী, এই পদে পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। পিএসসির নিয়ম অনুযায়ী, সাধারণ প্রার্থীরা ৩০ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরিতে ঢোকার আবেদন করতে পারেন। তবে শিথিলকালীন সময় ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হয়ে গেছে জানিয়ে সচিব বলেন, “এর মধ্যে কিছু নিয়োগ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বয়সের বিষয়টা একটু বাড়ানো দরকার।” এসব বিবেচনায় নিয়ে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত নার্সদের চাকরিতে ঢোকার বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৬ করা হয়েছে বলে জানান তিনি। মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৩ হাজার ৭২৮টি নার্সের পদশূন্য আছে। প্রধানমন্ত্রী আরও ১০ হাজার জ্যেষ্ঠ নার্স নিয়োগের কথা বলেছেন। “এতে আমাদের প্রয়োজনীয় নার্স দিতে পারব। এর সুফল মানুষ পাবে।”

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *