প্রধান শিক্ষকের বাড়িতে বখাটের স্বজনদের হামলা ॥ বানিয়াচংয়ে স্কুলে যাবার পথে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ইলিয়াছ একাডেমির ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দিনে-দুপুরে শ্লীলতাহানি করেছে এক বখাটে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে স্কুলে আসার পথে পাঠানটুলা মহল্লায় এ ঘটনা ঘটে। শ্লীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ করায় বখাটের আত্মীয় স্বজনরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে হামলা চালিয়েছে। বখাটে মামুন মিয়া প্রথমরেখ এলাকার মখলিছ মিয়ার পুত্র। জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই ছাত্রী স্কুলে প্রাইভেট পড়তে বাড়ি থেকে রওয়ানা দিয়ে স্কুলে আসে। পূর্ব থেকে পথিমধ্যে উৎ পেতে থাকে বখাটে মামুন। এই ছাত্রী উল্লিখিত স্থানে পৌছামাত্র বখাটে মামুন তাকে ঝাপটে ধরে। তার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনাটি স্কুল কর্তপক্ষকে জানালে তারা ঐ বখাটের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর বিকেলে বানিয়াচং থানার এস আই আমিনুলের নেতৃত্বে একদল পুলিশ মামুনের বাবার ব্যবসা প্রতিষ্ঠান হোটেল নুরানীতে মামুনকে ধরতে অভিযান চালায়। এ সময় বখাটে মামুন পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানের পিছন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে তার ভাই তুষারকে আটক করে পুলিশ। এদিকে, বখাটে মামুনের আত্মীয়স্বজনরা ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোছাব্বির এর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। একইসাথে মামুনের আত্মীয় স্বজনরা প্রধান শিক্ষকের পরিবারকে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেয়। খবর পেয়ে প্রধান শিক্ষকের বাড়ি পরিদর্শন করেছেন ডা. ইলিয়াছ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন খান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *