বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার ব্লেইক

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে রবার্ট গিবসনের উত্তরসূরির নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য। হাই কমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় আসতে যাচ্ছেন অ্যালিসন ব্লেইক। তিনি বর্তমানে পাকিস্তানে উপ হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জানুয়ারিতে তাদের ঢাকা মিশনের দায়িত্ব নেবেন ব্লেইক। সাড়ে চার বছর ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা গিবসন নতুন কর্মস্থলে যাচ্ছেন। বর্তমানে ঢাকায় যত কূটনীতিক দায়িত্ব পালন করছেন, তার মধ্যে তিনিই সবচেয়ে পুরনো। লন্ডনের বাসিন্দা ব্লেইক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি নেওয়ার পর লন্ডনে প্রতœতাত্ত্বিক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি। ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন এই নারী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *