Daily Archives: October 13, 2015

পৌর ভোট করতে আগামী সপ্তাহে অধ্যাদেশ চায় ইসি

প্রথম সেবা ডেস্ক ॥ আসন্ন পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করতে হলে আগামী সপ্তাহের মধ্যে সরকারের কাছে সংশোধিত অধ্যাদেশ চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, “নভেম্বরে পৌর নির্বাচনের তফসিল করতে হবে। সেক্ষেত্রে আমাদের সময়ও কম। দলভিত্তিক ভোট করতে হলে আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশ দিতে হবে আমাদের।” মন্ত্রিসভা বৈঠকে দলভিত্তিক স্থানীয় নির্বাচন করার বিষয়ে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনের পর শেরে বাংলা নগরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশনের নির্বাচন আইন সংশোধনের প্রস্তাবে সোমবার সম্মতি দিয়েছে সরকার। ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় ‘স্থানীয় সরকার নির্বাচন (পৌরসভা) (সংশোধন) আইন-২০১৫’ ...

হবিগঞ্জে চলছে দুর্গাপূজার শেষ প্রস্তুুতি

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : আর মাত্র কয়েকদিন বাকি। এর পরেই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ভাস্কর্য শিল্পীরা। সঙ্গে ব্যস্ত রয়েছেন পূজা উদযাপন কমিটি ও প্যান্ডেল-মঞ্চের কারিগরেরাও। জেলা পূজা উৎযাপন কমিটি সূত্রে জানা যায়, জেলায় এবার সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ৬০১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৪৫টি সার্বজনীন, আর ব্যক্তিগত ৫৬টি। রবিবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মণ্ডপে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করে ফেলেছেন। এখন চলছে রং করাসহ সাজগোজের কাজ। কারিগরদের নিপুণ হাতের ছোয়ায় আর রং তুলির শেষ আচরে মনোমুগ্ধকর রূপে সেজে উঠছে প্রতিটি প্রতিমা। জেলার ...

নতুন রূপে পাওলি

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় পাওলি দামের জন্য নতুন কিছু নয়। এর আগে ‘হেট স্টোরি’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেক্স সিম্বল নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার নতুন রূপে বলিউড চিনবে পাওলিকে। এমন মন্তব্য বলিউড নির্মাতা সুভাষ সেহগালের। এই নির্মাতার ‘ইয়ারা সিলি সিলি’ নামের একটি নতুন বলিউড সিনেমায় অভিনয় করেছেন পাওলি দাম। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় অন্যরকম এক পাওলিকে দেখবেন সবাই। এমনটাই দাবি সেহগালের। বলিউডের এই নির্মাতা বলেন, ‘পাওলি কী এবার বুঝবে বলিউড। একজন দক্ষ অভিনেত্রী হিসেবে পাওলিকে সবাই দেখতে পাবেন সিনেমাটিতে।’মুভি ড্রিমসের ব্যানারে যৌথভাবে ছবিটি নির্মাণ করেছেন রীনা ভূষণ সুরি ও সুভাষ সেহগাল। ‘ইয়ারা সিলি সিলি’ সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন পাওলি। ...

চুনারুঘাটে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতি ॥ স্বর্নালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতের হামলায় এক জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিতিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া গ্রামের রিপন মিয়া (২৬) এর ঘরে গত রবিবার দিবাগত গভীররাতে একদল ডাকাত প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের লোকজন শোর চিৎকার শুরু করলে ডাকাতদল পালিয়ে যায়।

বাহুবলে প্রথমবারের মত পালিত হল মহালয়া উৎসব শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে তর্পন ও চন্ডিপাঠ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলের জয়পুরে অবস্থিত শ্রীশচীঅঙ্গন ধামে ব্যাপক উৎসাহ ও উদ্বীপনার মধ্যে দিয়ে গতকাল সোমবার সকালে পালিত হয়েছে শুভ মহালয়া। পৃথিবীতে শুভ শক্তির সবচেয়ে বড় উৎসব হিন্দু ধর্মের এই অনুষ্ঠান উপলক্ষে এদিন সকালে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ‘নীলাম্বর সরোবরে’ ‘পিতৃতর্পন’ করেন। পরে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী চন্ডী পুজা এবং চন্ডি পাঠ। চন্ডি পাঠ করেন শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর শ্রী নিখিল ভট্টাচার্য্য। চন্ডীপাঠ শেষে বাহুবল উপজেলা শাখা পুজা উদ্্যাপন পরিষদের সভাপতি নীরঞ্জন সাহা নীরুর সভাপতিত্বে আয়োজিত হয় আলোচনা সভা। বাহুবল উপজেলায় গতকালই প্রথমবারের মত ‘মহালয়া’ উদ্্যাপিত হয়। এ উপলক্ষে শচীঅঙ্গন ধামে আয়োজিত সভায় বক্তারা বলেন, এই উপজেলায় মহালয়া অনুষ্ঠান এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে। এটি একটি ব্যাতিক্রমী অনুষ্ঠান। ...

প্রেমের টানে যুবক-যুবতি পালিয়ে যাওয়ার জের ॥ বানিয়াচঙ্গে প্রেমিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ॥ থানায় মামলা

সেলিম মিয়া,বানিয়াচং ॥ বানিয়াচংয়ে চারমহল্লা ছান্দের সর্দার আমির হুসেন নিয়াশার বিরুদ্ধে ট্রাক চালকের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোরে জাতুকর্ণ পাড়া মহল্লার ট্রাক চালক সুজন মিয়ার বাড়িঘরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রাক চালক সুজনের ছোট ভাই দুবাই প্রবাসী সোহাগ সিদ্দিকের সঙ্গে প্রেমের টানে সর্দার আমির হুসেন নিয়াশার কলেজ পড়–য়া কন্যা শারমিন আক্তার বৃহস্পতিবার অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এতে ক্ষিপ্ত হয়ে সর্দার আমির হুসেন নিয়াশা ও তার লোকেরা সোহাগ সিদ্দিকের ভাই সুজনের বাড়িঘরে হামলা চালায়। রোববার বানিয়াচং থানায় সর্দার আমির হুসেন নিয়াশাকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সুজন মিয়ার স্ত্রী নিপা আক্তার। সর্দার নিয়াশার নেতৃত্বে তার আত্মীয়স্বজনরা এই হামলা করেছেন বলে অভিযোগে ...

সিলেট থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে আসা আসামী মাধবপুরে আটক

অলিদ মিয়া, মাধবপুর ॥ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুস সামাদ ওরফে গোলাম রব্বানীকে মাধবপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মাধবপুর থানার ওস মোল্লা মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘গ্রেফতারের পর তাকে কোম্পানীগঞ্জ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার নারী নির্যাতন মামলার আসামি আব্দুস সামাদ ওরফে গোলাম রব্বানী গত ১৮ সেপ্টেম্বর জেল হাজতে আসেন। তার বাড়ি সুনামঞ্জ জেলার ছাতক উপজেলার মানিকপুরে। গত ৩ অক্টোবর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার জন্য আব্দুস সামাদকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৫ অক্টোবর অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হওয়ায় হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে বাথরুমে যান ...

বানিয়াচঙ্গের কাগাপাশায় সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশায় সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ আলী (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানায় গত রবিবার এই মামলাটি দায়ের করেন ভিকটিম কাগাপাশা ইউনিয়নের নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কন্যা বিউটি রানী দাশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কিশোরী কন্যা বিউটি রানী দাশের সাথে একই এলাকার পরিমল দাশের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ জুন তারা পরিবারের কাউকে না জানিয়ে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ের পর বিউটি রানীর পিতা সুনীল চন্দ্র দাস গত ৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার মেয়েকে অপহরণের অভিযোগে পরিমল দাশের বিরুদ্ধে একটি অপহরণ ...

বানিয়াচঙ্গে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে বক্তারা ॥ আগামী ২৪ ঘন্টার মধ্যে বখাটে ও হামলাকারীদের গ্রেফতার করতে হবে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সোমবার সকাল ১১টার দিকে ডা.ইলিয়াছ একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বানিয়াচং সদরের ৪টি হাইস্কুলের শতশত ছাত্রছাত্রী ও শিক্ষকরা সংহতি প্রকাশ করে বখাটে মামুন ও প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান। তানা হলে বানিয়াচংয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে| আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়ের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামন ...