নতুন রূপে পাওলি

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় পাওলি দামের জন্য নতুন কিছু নয়। এর আগে ‘হেট স্টোরি’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেক্স সিম্বল নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার নতুন রূপে বলিউড চিনবে পাওলিকে। এমন মন্তব্য বলিউড নির্মাতা সুভাষ সেহগালের। এই নির্মাতার ‘ইয়ারা সিলি সিলি’ নামের একটি নতুন বলিউড সিনেমায় অভিনয় করেছেন পাওলি দাম। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় অন্যরকম এক পাওলিকে দেখবেন সবাই। এমনটাই দাবি সেহগালের। বলিউডের এই নির্মাতা বলেন, ‘পাওলি কী এবার বুঝবে বলিউড। একজন দক্ষ অভিনেত্রী হিসেবে পাওলিকে সবাই দেখতে পাবেন সিনেমাটিতে।’মুভি ড্রিমসের ব্যানারে যৌথভাবে ছবিটি নির্মাণ করেছেন রীনা ভূষণ সুরি ও সুভাষ সেহগাল। ‘ইয়ারা সিলি সিলি’ সিনেমায় একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন পাওলি। তার বিপরীতে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়।এর আগে পাঁচটি বাংলা সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন পরমব্রত-পাওলি। তবে বলিউডের সিনেমায় এই জুটিকে প্রথমবার দেখা যাবে।
Share on Facebook
Leave a Reply