প্রেমের টানে যুবক-যুবতি পালিয়ে যাওয়ার জের ॥ বানিয়াচঙ্গে প্রেমিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ॥ থানায় মামলা
সেলিম মিয়া,বানিয়াচং ॥ বানিয়াচংয়ে চারমহল্লা ছান্দের সর্দার আমির হুসেন নিয়াশার বিরুদ্ধে ট্রাক চালকের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোরে জাতুকর্ণ পাড়া মহল্লার ট্রাক চালক সুজন মিয়ার বাড়িঘরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রাক চালক সুজনের ছোট ভাই দুবাই প্রবাসী সোহাগ সিদ্দিকের সঙ্গে প্রেমের টানে সর্দার আমির হুসেন নিয়াশার কলেজ পড়–য়া কন্যা শারমিন আক্তার বৃহস্পতিবার অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এতে ক্ষিপ্ত হয়ে সর্দার আমির হুসেন নিয়াশা ও তার লোকেরা সোহাগ সিদ্দিকের ভাই সুজনের বাড়িঘরে হামলা চালায়। রোববার বানিয়াচং থানায় সর্দার আমির হুসেন নিয়াশাকে প্রধান করে ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সুজন মিয়ার স্ত্রী নিপা আক্তার। সর্দার নিয়াশার নেতৃত্বে তার আত্মীয়স্বজনরা এই হামলা করেছেন বলে অভিযোগে জানা যায়। নিপার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা চালান এলাকার প্রভাবশালী সর্দার আমির হুসেন নিয়াশা। দুটি বসত ঘরদরজা ভাংচুরসহ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালপত্র ও লুটে নেয়। এ সময় হাড়িপাতিল ভেঙে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়া হয়। এ ব্যাপারে সোমবার দুপুরে সর্দার আমির হুসেন নিয়াশার মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার ভাই সুবেদ আলীর মুঠোফোনে ফোন করলে তিনি ফোনটি রিসিভ না করে লাইন কেটে দেন। থানার ওসি (তদন্ত) দেলোয়ার হুসেন জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Share on Facebook
Leave a Reply