বানিয়াচঙ্গে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে বক্তারা ॥ আগামী ২৪ ঘন্টার মধ্যে বখাটে ও হামলাকারীদের গ্রেফতার করতে হবে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও প্রধান শিক্ষকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সোমবার সকাল ১১টার দিকে ডা.ইলিয়াছ একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বানিয়াচং সদরের ৪টি হাইস্কুলের শতশত ছাত্রছাত্রী ও শিক্ষকরা সংহতি প্রকাশ করে বখাটে মামুন ও প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানান। তানা হলে বানিয়াচংয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে| আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভুষণ রায়ের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামন খান ধন মিয়া, হাবিবুর রহমান, আধ্যক্ষ আব্দাল হোসেন খান, প্রেসক্লাব সাধারন সম্পাদক তোফায়েল রেজা সোহেল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আহসান হাবীব, আবু তাহের প্রমুখ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ রায়হানুল হারুণ বলেছেন, যৌন হয়রানি ও সন্ত্রাসী হামলায় দুটি মামলা হয়েছে। যৌন হয়রানি মামলায় বখাটেকে দ্রুত গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত বসিয়ে শাস্তি দেয়া হবে। হামলার সঙ্গে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।উল্লেখ্য, রবিবার বানিয়াচং ইলিয়াছ একাডেমির ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দিনেদুপুরে শ্লীলতাহানি করে এক বখাটে। বখাটে মামুন মিয়া প্রথমরেখ এলাকার মখলিছ মিয়ার পুত্র। রবিবার সকাল ৯টার দিকে স্কুলে আসার পথে পাঠানটুলা মহল্লায় এ ঘটনা ঘটে। এদিকে মামুনের আত্মীয়স্বজনরা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোছাব্বির এর বসত বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক ভাংচুর চালায়। একপর্যায়ে তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং হুমকি দিয়ে আসে পরবর্তীতে যাতে আর কোন বাড়াবাড়ি না করা হয়।
Share on Facebook
Leave a Reply