বানিয়াচঙ্গের কাগাপাশায় সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশায় সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ আলী (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানায় গত রবিবার এই মামলাটি দায়ের করেন ভিকটিম কাগাপাশা ইউনিয়নের নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কন্যা বিউটি রানী দাশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কিশোরী কন্যা বিউটি রানী দাশের সাথে একই এলাকার পরিমল দাশের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ জুন তারা পরিবারের কাউকে না জানিয়ে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ের পর বিউটি রানীর পিতা সুনীল চন্দ্র দাস গত ৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার মেয়েকে অপহরণের অভিযোগে পরিমল দাশের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে। উক্ত মামলা দায়েরের পর ধর্ষণ মামলার আসামী কাগাপাশা গ্রামের মৃত গেদা উল্লাহর পুত্র মাহমুদ আলী বিউটি রানীকে তার পিতার দায়েরকৃত অপহরণ মামলার আপোষে মিমাংসা করে দেয়ার জন্য প্রস্তাব দেয়। মাহমুদ আলীর প্রস্তাবে বিউটি রানী রাজী হলে সে তাকে গত ২৬ জুন রাতে বানিয়াচং থানায় নিয়ে যাবার কথা বলে তার বাড়িতে রেখে রাতভর একাধিকবার র্ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরদিন বিউটি রানী আদালতে গেলে তার বয়স কম হওয়ায় আদালত তাকে সেভ কাস্টরিতে রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে পিতার জিম্মায় বাড়িতে গেলে মাহমুদ আলী আবারো তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দেয়া শুরু করে। সে রাজী না হলে ধর্ষণের কথা প্রকাশ করে দিয়ে তার সংসার ভেঙ্গে দেয়ার ভয় দেখায়। ফলে সে বাধ্য হয়ে তার ঘটনাটি পিতা মাতাসহ আত্মীয় স্বজনকে জানায়। বাধ্য হয়ে গত রবিবার মাহমুদ আলীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *