বাহুবলে প্রথমবারের মত পালিত হল মহালয়া উৎসব শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে তর্পন ও চন্ডিপাঠ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলের জয়পুরে অবস্থিত শ্রীশচীঅঙ্গন ধামে ব্যাপক উৎসাহ ও উদ্বীপনার মধ্যে দিয়ে গতকাল সোমবার সকালে পালিত হয়েছে শুভ মহালয়া। পৃথিবীতে শুভ শক্তির সবচেয়ে বড় উৎসব হিন্দু ধর্মের এই অনুষ্ঠান উপলক্ষে এদিন সকালে সনাতন ধর্মাবলম্বীরা শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ‘নীলাম্বর সরোবরে’ ‘পিতৃতর্পন’ করেন। পরে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী চন্ডী পুজা এবং চন্ডি পাঠ। চন্ডি পাঠ করেন শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর শ্রী নিখিল ভট্টাচার্য্য। চন্ডীপাঠ শেষে বাহুবল উপজেলা শাখা পুজা উদ্্যাপন পরিষদের সভাপতি নীরঞ্জন সাহা নীরুর সভাপতিত্বে আয়োজিত হয় আলোচনা সভা। বাহুবল উপজেলায় গতকালই প্রথমবারের মত ‘মহালয়া’ উদ্্যাপিত হয়। এ উপলক্ষে শচীঅঙ্গন ধামে আয়োজিত সভায় বক্তারা বলেন, এই উপজেলায় মহালয়া অনুষ্ঠান এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে। এটি একটি ব্যাতিক্রমী অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজনের জন্য তারা মিরপুর বাজার সার্বজনীন পূজা উদ্্যাপন কমিটি তথা নীরঞ্জন সাহা নীরুকে ধন্যবাদ জানান। পুজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাহুবল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেও সভাপতি নীহার দেব, পুজা উদ্্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেব, হবিগঞ্জের ভাগবত পাঠক শংকর অধিকারী, গৌরাঙ্গ দেব এবং প্রফেসর নিখিল ভট্টাচার্য্য। উল্লেখ্য, মিরপুর বাজার সার্বজনীন দুর্গাপূজা উদ্্যাপন কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন নীরঞ্জন সাহা নীরু এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে আশপাশের সনাতন ধর্মাবলম্বী ছাড়াও পাশ্ববর্তী হবিগঞ্জ থেকে ভক্তরা আসেন। পরে দুপুরে আগত ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মহলয়া অনুষ্ঠানটির আয়োজন করে মিরপুর বাজার সার্বজনীন দুর্গাপূজা উদ্্যাপন কমিটি। এবার মিরপুর বাজার সার্বজনীন দুর্গাপূজা আয়োজিত হবে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী শ্রীশ্রী শচী অঙ্গন ধামের দুর্গাপুজা হবে ৫ দিনে। এরমধ্যে ১৯শে অক্টোবর ষষ্ঠীবিহিত পূজা, ২০শে অক্টোবর মহাসপ্তমীবিহিত পূজা এবং রাত ৯টায় নাটক ‘প্রাকৃত ও অপ্রাকৃত’। পরিবেশন করবে শায়েস্তাগঞ্জের দেশ থিয়েটার। ২১শে অক্টোবর মহাষ্টমীবিহিত পূজা এবং রাত ৯টায় মিরপুর গীতা বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা পরিবেশন করবে ‘পাঁচমিশালী সঙ্গীত’, ২২শে অক্টোবর মহানবমীবিহিত পূজা এবং রাত ৯টায় হবিগঞ্জ শিল্পীসংস্থা পরিবেশন করবে ‘বিশেষ সঙ্গীতানুষ্ঠান এবং ২৩ অক্টোবরে সকালে বিজয়া দশমীবিহিত পূজা সমাপনান্তে দর্পণ বিসর্জন এবং রাতে অনুষ্ঠিত ‘ঢপযাত্রা-রাবণবধ’। পরিবেশন করবে হবিগঞ্জের ‘আদি শ্রীরাম নাট্যসংস্থা’। হিন্দুধর্ম মতে পিতৃপক্ষের শেষে গতকাল সোমবার থেকে দেবীপক্ষের শুরু হয়েছে। মহালয়ার দিন প্রথা মেনে শচীঅঙ্গনের নীলাম্বর সরোবরের ঘাটে সকাল থেকেই প্রয়াত পিতৃ পুরুষদের তর্পণের উদ্দেশ্যে ভিড় করেছেন বহুমানুষ। অর্থাৎ মহালয়ার দিন থেকেই সূচনা হয়ে গেল শারদ উৎসব। বোধনের ঢাকে কাঠি পড়তে বাকি মাত্র সাত দিন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *