হবিগঞ্জে চলছে দুর্গাপূজার শেষ প্রস্তুুতি

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : আর মাত্র কয়েকদিন বাকি। এর পরেই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ভাস্কর্য শিল্পীরা। সঙ্গে ব্যস্ত রয়েছেন পূজা উদযাপন কমিটি ও প্যান্ডেল-মঞ্চের কারিগরেরাও। জেলা পূজা উৎযাপন কমিটি সূত্রে জানা যায়, জেলায় এবার সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ৬০১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৪৫টি সার্বজনীন, আর ব্যক্তিগত ৫৬টি। রবিবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মণ্ডপে মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা কারিগররা প্রতিমা তৈরির কাজ শেষ করে ফেলেছেন। এখন চলছে রং করাসহ সাজগোজের কাজ। কারিগরদের নিপুণ হাতের ছোয়ায় আর রং তুলির শেষ আচরে মনোমুগ্ধকর রূপে সেজে উঠছে প্রতিটি প্রতিমা। জেলার ঘোষ পাড়ার প্রতিমা কারিগর হরিপদ পাল জানান, এ বছর ৬টি মণ্ডপের প্রতিমা তৈরির অর্ডার নিয়েছেন। প্রায় ২ মাস আগেই প্রতিমা তৈরি শুরু করেছিলেন। এখন রং করার কাজ করছেন। আপর প্রতিমা শিল্পী সুবল পাল জানান, পূজার আর বেশি দিন না থাকায় এখন রং লাগানোর কাজ চলছে। এ বছর তিনি সর্বোচ্চ ৫০ হাজার থেকে শুরু করে সর্বনিম্ন ৮ হাজার টাকার পারিশ্রমিকে প্রতিমা তৈরি করছেন। শহরের ঘাটিয়া বাজার এলাকার পূজার আয়োজক দীপক জানান, অন্য বছরের তুলনায় এবার পূজায় খরচ একটু বেশি হচ্ছে। সবকিছুতেই বেশি টাকা দিতে হচ্ছে। দামের বিষয়ে কারিগর মোহন লাল দাস জানান, মূর্তি তৈরিতে রং, পেশাকসহ যাবতীয় জিনিসের দাম বেড়েছে, তাই তাদের একটু বেশি মজুরি নিতে হচ্ছে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে জানাতে চাইলে পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র জানান, দুুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনে প্রতিমা ভাংচুরের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এদিকে দুুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব বলেন, ‘আশা করছি প্রতি বছরের মতো এবারও সা¤প্রদায়িক স¤প্রীতির মধ্য দিয়ে সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *