বিপিএলের উদ্বোধন ২০ নভেম্বর

অনলাইন ডেস্ক : আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর তৃতীয় আসর। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে আসবেন বলিউড তারকা হৃতিক রোশান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া গান গাইবেন ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী কৃষ্ণাকুমার কুন্নাথ (কেকে)। বলিউড তারকাদের পাশাপাশি থাকবেন দেশীয় তারকারাও। ব্যান্ড দলের মধ্যে থাকবে মাইলস ও এলআরবি। এছাড়া গাইবেন কণ্ঠশিল্পী মমতাজ। ২০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হলেও খেলা মাঠে গড়াবে ২২ নভেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচটি বেলা ২.৫০ মিনিটে ও দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। আজ বুধবার দুপুরে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিপিএলের গভর্নিং কাউন্সিল। এতে উপস্থিত ছিলেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, সদস্য শেখ সোহেল ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
Share on Facebook
Leave a Reply