শুভশ্রীকে দেয়া কথা রাখলেন দেব
গ্লিটজ ডেস্ক : চার বছর বিরতির পর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় ফিরছেন দেব। জানালেন, সাবেক প্রেমিকাকে দেয়া কথা রাখার অংশ হিসেবেই নিজের প্রযোজিত সিনেমায় জুটি বেধেছেন শুভশ্রীর সঙ্গে। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, “হ্যাঁ, ব্যাক। ট্রিপ ডাউন মেমরি লেন পুরোটা। আজকে একটা কথা অ্যাডমিট করছি। চার বছর যে আমাদের ছাড়াছাড়ি হয়েছে, তার মধ্যে ওকে নিয়ে আমার একটা দুশ্চিন্তা ছিল। কী কাজ করছে? এই ছবিটা কেন করলো?” “একটা চিন্তা থাকতো…আমার ধারণা ওরও ছিল একটা কনসার্ন।” কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধুমকেতু’ সিনেমায় ফিরছেন এই জুটি। সিনেমাটি প্রযোজনা করছেন খোদ দেব।
“শুভশ্রীর মনে আছে কি না জানি না। কিন্তু ‘খোকা ৪২০’-এর সময় ওকে আমি বলেছিলাম, যদি কোনো দিন আমি প্রোডিউসর হই তা হলে যে হিরোইনকে প্রথম ছবিতে নেবো, সেটা শুভ। আমি কথা রেখেছি কিন্তু। ওর যদি বিয়ে হয়ে বাচ্চাও হয়ে যেত, তাও আমি ওকেই হিরোইন করতাম।” সবশেষ দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায় ‘খোকা ৪২০’ সিনেমায়।
Leave a Reply