ঘরে ফিরেছেন ১০৩ বাংলাদেশি, অনিশ্চয়তায় ৫৯

প্রথম সেবা ডেস্ক ॥ মিয়ানমার থেকে ঘরে ফিরেছেন ১০৩ জন বাংলাদেশি। এদের নিয়ে ষষ্ঠ দফায় ৭২৯ জনকে মিয়ারমার থেকে দেশে আনা হলো। এরা সবাই অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়ে মিয়ারমারের নৌবাহিনীর হাতে আটক হয়। গত সোমবার বাংলাদেশের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনীর বিজিপি সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হয়। সেখানে ১০৩ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ারমার। পরে এ ১০৩ জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এনে রাখা হয়। তাদের কাছ থেকে তখ্য সংগ্রহ এবং আইনী প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে ৯৭ জনকে ছেড়ে দেয় পুলিশ। বাকি ছয় জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের স্বজনদের জিম্মায় তুলে দেয় রেডক্রিসেন্টের কর্মকর্তারা। এদিকে, মিয়ানমারে আর বাংলাদেশি আটক নেই বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানালেও ফেরত আসা বাংলাদেশিরা জানান, সেখানে এখনো ৫৯ জন বাংলাদেশি আটক রয়েছে। সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার সময় গত ২১ মে ২০৮ জন এবং ২৯ মে ৭২৭ জনকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। উদ্ধার হওয়া এ সকল মানুষের মধ্যে রোহিঙ্গাও ছিলেন। এদের মধ্যে বাংলাদেশি শনাক্ত হওয়াদের গত ৮ জুন, ১৯ জুন, ২২ জুলাই, ১০ আগস্ট ও ২৫ আগস্ট পাঁচ দফায় ৬২৬ জনকে দেশে ফেরত আনা হয়। ষষ্ঠ দফায় আনা হলো ১০৩ জনকে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দেওয়া তথ্যমতে, মিয়ানমারে আর বাংলাদেশি আটক নেই। তবে মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশিরা জানান, মিয়ানমারে আরো ৫৯ বাংলাদেশি আটক রয়েছে। ষষ্ঠ দফায় ফেরত আসা বগুড়ার আবদু সাত্তার বলেন, মিয়ানমারে ৫৯ বাংলাদেশি রয়েছে। তারা অধিকাংশই বগুড়া, নরসিংদী, পাবনা ও কক্সবাজারের বাসিন্দা। বগুড়ার নাঈম বলেন, ‘আমরা যখন বাংলাদেশে ফিরছিলাম, বাকি ৫৯ জন কাঁদছিল। মিয়ানমারে থাকা, খাওয়ার অনেক কষ্ট।’ ফেরত আসা বগুড়ার হেদায়ত আলী, ফিরোজ আহমদ ও শুক্কুর বলেন, ‘মৃত্যু কাকে বলে তা খুব কাছে থেকে দেখেছি। অনাহারে-অর্ধাহারে ও অত্যাচার সহ্য করে সাত মাস পর দেশে ফিরলাম। এখন খুব খুশি লাগছে। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।’ ফরিদপুরের রহমান ও ইলিয়াছ বলেন, ‘অনেক কষ্টের পর এখন ঘরে গিয়ে মা-বাবা, ভাইবোনকে দেখতে পাব। এখন মনে হচ্ছে ঈদ উদযাপন করছি।’ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবহান বলেন, ষষ্ঠ দফায় মিয়ানমার ফেরত ১০৩ বাংলাদেশিকে ঘরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে মোট ৭২৯ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনা হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় কত জন নিখোঁজ হয়েছে- তার নির্দিষ্ট তথ্য নেই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মিয়ানমারে আর বাংলাদেশি আটক নেই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *